ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

আইটিএফ এশিয়ান টেনিস

প্রকাশিত: ০৫:৪৭, ২০ মে ২০১৭

আইটিএফ এশিয়ান টেনিস

স্পোর্টস রিপোর্টার ॥ নেপালে অনুষ্ঠিত আইটিএফ এশিয়ান টেনিস অনুর্ধ-১২ বছর দলগত টেনিস প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বালক দল। ফাইনালে তারা ৩-০ ব্যবধানে নেপালকে হারায়। অপরদিকে বাংলাদেশ বালিকা দল চতুর্থ স্থান অধিকার করে। এশিয়া মহাদেশকে পাঁচটি রিজিওনে বিভক্ত করে মোট ১২টি দলের সমন্বয়ে চূড়ান্ত পর্বের খেলা কাজাখস্তানে অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশিয়া থেকে বালক বিভাগে দুটি দল এবং বালিকা বিভাগে দুটি দল চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বালক বিভাগে বাংলাদেশ ও নেপাল এবং বালিকা বিভাগে শ্রীলঙ্কা ও ভারত দল চূড়ান্ত পর্যায়ে খেলার জন্য যোগ্যতা অর্জন করল। শুক্রবার বালক বিভাগের ফাইনালের প্রথম এককে বাংলাদেশের রুম্মন হোসেন জয়লাভ করে এবং দ্বিতীয় ফাইনালে মেহেদী হাসান আলভি জয়লাভ করার পর বাংলাদেশ ২-০ ম্যাচে জয় নিশ্চিত করে। পরবর্তীতে দ্বৈতের খেলায় রুম্মন ও জোবায়ের জুটি জয়লাভ করলে বাংলাদেশ ৩-০ ম্যাচে জেতে। অপরদিকে বাংলাদেশ বালিকা বিভাগে নেপালের বিরুদ্ধে ০-৩ ম্যাচে হেরে যায়।
×