ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

আইপিএলে মুম্বাই-পুনে ‘কোয়ালিফায়ার ১’ ম্যাচ আজ

প্রকাশিত: ০৬:৩৩, ১৬ মে ২০১৭

আইপিএলে মুম্বাই-পুনে ‘কোয়ালিফায়ার ১’ ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ‘কোয়ালিফায়ার-১’ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স ও পুনে সুপারজায়ান্ট। লীগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে সর্বোচ্চ ১০টিতে জিতে (২০ পয়েন্ট) শেষ চারে জায়গা করে নেয় রোহিত শর্মার মুম্বাই। অন্যদিকে ‘ডু অর ডাই’ হয়ে ওঠা নিজেদের শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থানে থেকে ‘কোয়ালিফাইং’ রাউন্ডে পুনে। ৫ হারের বিপরীতে ৯ জয়ে স্টিভেন স্মিথদের পয়েন্ট ১৮। মুম্বাইর ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘হাইভোলেন্টজ’ এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। রোহিতের নেতৃত্বে বরাবরের মতো এবারও দারুণ ক্রিকেট খেলছে মুম্বাই। বল হাতে ১৩ ম্যাচে চতুর্থ সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছেন মিচেল ম্যাকক্লেনঘান। জাসপ্রিত বুমরাহর শিকার ১৫ উইকেট। আছেন হারদিক পান্ডিয়া, লাসিথ মালিঙ্গা ও হরভজন সিং। ব্যাটিংয়ে অধিনায়ক নিজে বড় ভরসার নাম। দুর্দান্ত ফর্মে কাইরন পোলার্ড। স্থানীয় নিতিশ রানা আর পার্থিব প্যাটেলের কথাও আলাদা করে বলতে হবে। দুইজনেই আসরে ৩শ’র ওপরে রান করেছেন। আছেন লেন্ডল সিমন্স। অন্যদিকে স্টিভেন স্মিথ, মহেন্দ্র সিং ধোনি, মনোজ তিওয়ারিদের নিয়ে গড়া পুনে শেষদিকে এসে দারুণভাবে জ্বলে উঠেছে। স্থানীয়দের মধ্যে রাহুল ত্রিপাথি আর শারদুল ঠাকুর আলো ছড়াচ্ছেন। উল্লেখ্য, লীগ পর্বে মুম্বাইর বিপক্ষে মুখোমুখি দুটি ম্যাচেই জিতেছিল পুনে। সেরা চারের অপর দুই দল সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইটরাইডার্স। বুধবার ‘এলিমিনেটরে’ মুখোমুখি হবে এই দু’দল। টুর্নামেন্টের ফরমেট অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল মুম্বাই-পুনে আজকের ‘কোয়ালিফায়ার-১’ এ খেলছে। এখানে জয় পাওয়া দলটি সরাসরি ফাইনালের টিকেট নিশ্চিত করবে। আর হেরে যাওয়া দলের সমানে আরও একটি সুযোগ থাকবে। শুক্রবার ‘কোয়ালিফায়ার-২’ এ তারা খেলবে ‘এলিমিনেটরের’ বিজয়ী দলের বিপক্ষে। কষ্টার্জিত জয়ে কোয়ার্টারে মুক্তিযোদ্ধা স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন ফেডারেশন কাপ’ ফুটবলে সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ও রাতের খেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১-০ গোলে হারায় সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডকে। এ জয়ে টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠল তিনবারের ফেডারেশন কাপ জয়ী এবং চারবারের রানার্সআপ মুক্তিযোদ্ধা, তাও এক ম্যাচ হাতে রেখেই। সাইফের এটি ছিল শেষ গ্রুপ ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে তারা ১-১ গোলে ড্র করে রুখে দিয়েছিল আসরের বর্তমান শিরোপাধারী ঢাকা আবাহনীকে। মুক্তিযোদ্ধার কোয়ার্টারে খেলা নিশ্চিত হলেও সাইফের কোয়ার্টারে যাওয়ার সম্ভাবনা এখনও আছে। গ্রুপ ‘এ’র শেষ ম্যাচে ঢাকা আবাহনী যদি মুক্তিযোদ্ধার কাছে হারে, তাহলেই কপাল খুলতে পারে প্রিমিয়ার লীগের নবাগত দল সাইফের। ম্যাচের ৪১ মিনিটে মতিউর রহমানের ক্রস থেকে মিসরীয় ফরোয়ার্ড এসিয়ান মোহামেদ যাকি সারহান বক্সের ভেতর থেকে গোল করে এগিয়ে দেন মুক্তিযোদ্ধাকে (১-০)। শেষ পর্যন্ত ওই স্কোরেই খেলা শেষ আটে নাম লেখানোর চিত্তসুখ নিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা বাহিনী।
×