ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক বছর পর মঞ্চে প্রাচ্যনাটের ‘বনমানুষ’

প্রকাশিত: ০৩:৩৬, ১৬ মে ২০১৭

এক বছর পর মঞ্চে প্রাচ্যনাটের ‘বনমানুষ’

স্টাফ রিপোর্টার ॥ এক বছর প্রাচ্যনাটের সাড়া জাগানো প্রযোজনা ‘বনমানুষ’ নাটকের মঞ্চায়ন হতে যাচ্ছে। দল সূত্রে জানা গেছে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে আজ সন্ধ্যা ৭টায় নাটকটির মঞ্চায়ন হবে। আমেরিকান নাট্যকার ইউজিন ও’ নিল রচিত নাটক ‘দ্য হেয়ারি এপ’ অবলম্বনে বনমানুষ নাটকটির নির্দেশনা দিয়েছেন তরুণ নির্দেশক বাকার বকুল। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন-শশাংক সাহা, তৌফিকুল ইসলাম ইমন, মোঃ লুৎফর ইসলাম নিপুন, এবিএস জেম, সুদীপ বিশ্বাস, আজাহার উদ্দিন রিয়াজ, সোহেল ম-ল, মোঃ শওকত হোসেন সজিব, মোঃ সোহেল রানা, রুহুল আমিন, সুলতানা নুসরাত এরিন, চেতনা রহমান ভাষা, হাসনাত রিপন, অর্ণব দাশ, আরিফ রেজা খান, শাহরিয়ার রানা জুয়েল, ফুয়াদ, সূবর্ণা শারমিন, নাইমি নাফসীন মুস্তফা ছায়া, শাফিন আহমেদ ও মাসুদ রানা। নাটকের বিষয়বস্তু প্রসঙ্গে নির্দেশক বাকার বকুল জানান, নাটকটিতে পুঁজিবাদের আগ্রাসন এবং শ্রমজীবী মানুষের বঞ্চনা ও জেগে ওঠার বয়ান বিবৃত হয়েছে। নিউইয়র্ক থেকে যাত্রা করা একটি জাহাজকে কেন্দ্র করে নাটক। জাহাজের খোলের ভেতর দাঁড়িয়ে ইঞ্জিনের চুল্লিতে কয়লা ভরতে থাকা কয়েকজন শ্রমিকের গল্প এটি। জাহাজের ইঞ্জিনের চুল্লিতে কয়লা ভরার কাজে ব্যস্ত শ্রমিকদের একজন ইয়াংক। দেখতে অনেকটা বনমানুষের মতো। কালিঝুলি মাখা অবস্থায় তাকে আরও বন্য দেখায়। মিলড্রেড ডগলাস এই জাহাজের যাত্রী। সে পুঁজিপতির আদুরে কন্যা, যিনি জাহাজের পরিচালকম-লীর একজন। মিলড্রেড একবার জাহাজের খোলে নেমে ইয়াংককে দেখে ভয়ে চিৎকার দেয়। ইয়াংক যখন বুঝতে পারে যে তাকে দেখেই এই চিৎকার, তখন তীব্র একটা ঘৃণাবোধ জন্ম নেয় তার মধ্যে। জাহাজ বন্দরে ভিড়লে সে শহরে ঘুরতে বের হয় তার এক সঙ্গীকে নিয়ে। শহরের জৌলুশ ও উচ্চবিত্তের জাঁকজমক তাকে ক্ষিপ্ত করে তোলে। নানা রকম মানসিক অসুস্থতা দেখা যায় তার মধ্যে। একপর্যায়ে জেলে যেতে হয় তাকে। জেল থেকে পালিয়ে সে সরাসরি চিড়িয়াখানায় বনমানুষের খাঁচার কাছে গিয়ে জন্তুটাকে ডাক দেয়। তার সঙ্গে হাত মেলানোর চেষ্টা করে। শেষে বনমানুষের আক্রমণে মারা যায় সে।
×