ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চলতি অর্থবছর প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ

প্রকাশিত: ০৫:১৭, ১৫ মে ২০১৭

চলতি অর্থবছর প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ

স্টাফ রিপোর্টার ॥ চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে জানিয়েছে বহুজাতিক সংস্থা বিশ্বব্যাংক। সংস্থাটির নিয়মিত প্রতিবেদন ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট মে ২০১৭’ প্রকাশ অনুষ্ঠানে প্রবৃদ্ধি সম্পর্কে এ পূর্বাভাস দেয়া হয়। রবিবার রাজধানীর আগারগাঁওয়ের বিশ্বব্যাংক কার্যালয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। একদিন সরকারী হিসাবে এবার জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২৪ শতাংশ প্রাক্কলন করার কথা জানানো হয়। তবে বিশ্বব্যাংক বলছে, আগামী ২০১৯ সালের নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অনিশ্চয়তা রফতানি ও রেমিটেন্স কমে যাওয়াসহ বিভিন্ন কারণে সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধি হবে না। প্রতিবেদন প্রকাশের সময় উপস্থিত ছিলেনÑ বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান, সিনিয়র ডিরেক্টর কালোর্স হ্যারোমিলো, বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট জাহিদ হোসেন, প্রাকটিস ম্যানেজার ম্যানুয়েলা এবং যোগাযোগ কর্মকর্তা মেহেরিন এ মাহবুব। প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থাটির লিড ইকনোমিস্ট ড. জাহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে বেশকিছু ঝুঁকি রয়েছে। এগুলো হচ্ছেÑ আর্থিক খাতে সুশাসনের অভাব, রাজস্ব সংস্কারের উদ্যোগ বাস্তবায়নে কার্যকর উদ্যোগের অভাব, নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক অনিশ্চয়তা।
×