ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদের নাটকে পূর্ণিমা

প্রকাশিত: ০৪:৩৪, ১৪ মে ২০১৭

ঈদের নাটকে পূর্ণিমা

স্টাফ রিপোর্টার ॥ চলচ্চিত্রে অনিয়মিত হলেও মাঝেমধ্যেই ছোট পর্দায় অভিনয় করেন পূর্ণিমা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ঈদ উপলক্ষে নির্মিত নাটকে অভিনয় করলেন এ চলচ্চিত্র অভিনেত্রী। নাটকের নাম ‘মিসেস কুক’। শ্রাবনী ফেরদৌসের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘মিসেস কুক’ নাটক। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ঢাকা ও ঢাকার অদূরে পূর্বাচলের লোকেশনে গত ৫-৭ মে টানা তিনদিন নাটকটির শূটিং হয়। নাটকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও ছোটপর্দার অভিনেতা আহসান হাবিব নাসিম। নাটকের গল্পে তুলে ধরা হয়েছে বিয়ের পর অধিকাংশ মেয়ের জীবনে রান্নাঘরই যেন সর্বশেষ গন্তব্য হয়ে ওঠে। রান্না করা ছাড়া যেন আর কিছুই করার নেই তাদের। এমনটাই নিয়তি হয়ে ওঠে পূর্ণিমারও। সংসারের বাইরে অন্য কোথাও পা ফেলার স্বাধীনতা নেই। স্বামীর সংসারে এমনটা মেনে নিয়েছিলেন তিনিও। কিন্তু হঠাৎ তার ভাবনা এলোমেলো করে দিতে উদয় হন স্বামীর বন্ধু ইমন। কিছুটা বাউন্ডুলে স্বভাবের য্বুক ইমন তাকে স্বাধীনতার স্বপ্ন দেখান। পূর্ণিমাকেও সে স্বপ্ন পেয়ে বসে। রান্নায় তার আর মন বসে না। কিন্তু নানা ভাবনার অলিগলি পেরিয়ে শেষমেষ আপন সংসারেই ফিরতে হয় তাকে। নাটকটির নির্মাণ অভিজ্ঞতা প্রসঙ্গে পরিচালক শ্রাবনী বলেন, এটি ঈদ উপলক্ষে নির্মাণ করেছি। পূর্ণিমা আপা অনবদ্য অভিনয় করেছেন। ইমনও বেশ কো-অপারেটিভ ছিল। দর্শক নাটকটি উপভোগ করবেন বলেই আশা করছি। শ্রাবনী আরও বলেন, আমাদের নাটকের অনেক আর্টিস্টের মধ্যেই পেশাদারিত্বের বেশ সঙ্কট আছে। কিন্তু এ নাটকে ফিল্মের দুজন আর্টিস্টকে দিয়ে কাজ করিয়ে আমি যেটা তৃপ্তি পেলাম তা হলো ইমন, পূর্ণিমা দুজনই পেশাদারিত্বের জায়গায় দায়িত্বশীল। কাজের প্রতি পূর্ণ সম্মান দেখেছি তাদের মধ্যে। নির্মাতা জানান, আসছে ঈদ উল ফিতরে নাটকটি বেসরকারী চ্যানেল বাংলাভিশনে প্রচার হবে।
×