ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মেসি-রোনাল্ডোর অবস্থানে যেতে চান হ্যাজার্ড

প্রকাশিত: ০৫:৪২, ১৩ মে ২০১৭

মেসি-রোনাল্ডোর অবস্থানে যেতে চান হ্যাজার্ড

স্পোর্টস রিপোর্টার ॥ গত ৯ বছর ধরে বিশ্ব ফুটবলে নিজেদের একক আধিপত্য ধরে রেখেছেন দু’জন। বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে দু’জনের লড়াইটাও জমজমাট। আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি নয়তো পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত বর্ষসেরা ফুটবলার হিসেবে মর্যাদা জুটেছে দু’জনের মধ্যে ভাগাভাগি করে। তাদের পর কারা জায়গাটা দখল করবেন? বেলজিয়ান এ্যাটাকিং মিডফিল্ডার এডেন হ্যাজার্ড জানিয়েছেন তিনি মেসি-রোনাল্ডোর অবস্থানে যেতে চান। তবে নেইমার, পাওলো ডায়াবালা ও এ্যান্টোনিও গ্রিজম্যানদের মধ্যেই পুরস্কার ঘুরপাক খাবে বলেই দাবি করলেন এ বেলজিয়ান। বার্সিলোনার তারকা মেসি ৫ বার ফিফা বর্ষসেরা হয়েছেন আর রোনাল্ডো হয়েছেন ৪ বার। যেবার মেসি সেরা হয়েছেন সেবার দ্বিতীয় সেরা হয়েছেন রোনাল্ডো আর রোনাল্ডো সেরা হলে দ্বিতীয় মেসি। এ দু’জনের মধ্যেই ঘুরপাক খেয়েছে ফিফা বর্ষসেরার পুরস্কার গত ৯ বছর ধরে। ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে স্বীকৃত এ দু’জন। ইংলিশ প্রিমিয়ার লীগের দল চেলসির ২৬ বছর বয়সী তারকা হ্যাজার্ডের স্বপ্ন ব্যালন ডি’অর জেতার। তবে তিনি স্বীকার করেছেন মেসি-রোনাল্ডো অবসর নেয়ার পর ওই মর্যাদা ছোঁয়ার মতো অনেক তারকাই আছেন বিশ্বে। এ বিষয়ে হ্যাজার্ড বলেন, ‘আমি একদিন ব্যালন ডি’অর জেতার আশা করি। এটা আমার মনের মধ্যে অনেকদিন ধরেই আছে। তবে আমি যদি না পারি সেটা তেমন কোন সমস্যার ব্যাপার হবে না। আমি আমার সেরা প্রচেষ্টা দিয়ে ক্যারিয়ার ভাল করতে চাই। কিন্তু আমার মনে হয় আরও অনেক খেলোয়াড় আছেন যারা এটা জেতার উপযুক্ত।’ মেসি-রোনাল্ডোর ক্যারিয়ার চলমান থাকার সময় আর কারও পক্ষে বর্ষসেরা হওয়া একেবারেই কঠিন বলে মনে করেন হ্যাজার্ড। কিন্তু পরবর্তীতে বর্ষসেরা হওয়ার মতো অনেকেই আছেন। এ বিষয়ে হ্যাজার্ড বলেন, ‘রোনাল্ডো, মেসি যখন অবসর নেবেন হয়তো আবার দু’তিনজন খেলোয়াড়ের মধ্যেই এটা সীমাবদ্ধ থাকবে। কে জানে কি ঘটবে- আমরা দেখব। তবে এটা এমন কিছু নয় যে খুব বেশি চিন্তা করি। আমি কি এটা জিততে পারব? আমি পরবর্তী মৌসুমে যদি চ্যাম্পিয়ন্স লীগ জিততে পারি এবং বেলজিয়ামের হয়ে বিশ্বকাপÑ তাহলে কেন পাব না?’
×