ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বড় জয়

প্রকাশিত: ০৮:১৬, ১১ মে ২০১৭

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বড় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার মাশরাফির নেতৃত্বাধীন টাইগাররা আয়ারল্যান্ড ‘এ’ দলকে হারিয়েছে ১৯৯ রানের বিশাল ব্যবধানে। সাব্বির রহমানের (১০০) দারুণ এক সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৪১ ওভার ২ বল খেলে ১৯৫ রানে অলআউট হয় আইরিশরা। মুস্তাফিজুর রহমান, মাশরাফি, রুবেল হোসেন ও সাকিব আল হাসান প্রত্যেকে নিয়েছেন দুটি করে উইকেট। টসে জিতে ব্যাটিং নেয়া বাংলাদেশ শুরুতে সৌম্য সরকারকে (২৫ বলে ১৭) হারালেও আরেক ওপেনার তামিম অবশ্য হাল ধরেছেন দৃঢ়তার সঙ্গে। ২৩তম ওভারে সাজঘরে ফেরার আগে খেলেছেন ৭৪ বলে ৮৬ রানের ঝলমলে ইনিংস। মেরেছেন ১৪টি চার ও দুটি ছক্কা। দ্বিতীয় উইকেটে সাব্বির-তামিম জুটি থেকে আসে ১০৩ রান। তামিম আউট হলে আক্রমণাত্মক ব্যাটিংয়ের ভারটা তুলে নেন সাব্বির। ৪০ ওভার পর্যন্ত উইকেটে থেকে আইরিশ বোলারদের নাজেহাল করে ছাড়েন এই ডানহাতি ব্যাটসম্যান। ৮৬ বলে ১০০ রানের ঝড়ো ইনিংস খেলে স্বেচ্ছা অবসর নেন তিনি। মারেন ১৬টি চার ও একটি ছক্কা। পাঁচ চার ও দুটি ছক্কায় সাকিব আল হাসান করেন ২৭ বলে ৪৪ রান। পাঁচ নম্বরে নেমে মোসাদ্দেক হোসেন সৈকত করেন ৩১ রান। শেষ পর্যায়ে ব্যাটে ঝড় তোলেন বাংলাদেশের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ২৪ বলে ৪১ রানের ইনিংস আসে মুশফিকের ব্যাট থেকে। মাহমুদউল্লাহ ৩১ বলে ৪৯। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শুক্রবার প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক আয়ার‌্যান্ড। অপর দল নিউজিল্যান্ড। তথ্যসূত্র- ক্রিকইনফো
×