ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝুলন গোস্বামীর বিশ্বরেকর্ড

প্রকাশিত: ০৫:৩৩, ১১ মে ২০১৭

ঝুলন গোস্বামীর বিশ্বরেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক নারী ক্রিকেটের ওয়ানডে ফরমেটে সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ড গড়লেন ভারতের ঝুলন গোস্বামী। ১৫৩ ম্যাচে তার উইকেট এখন ১৮১টি। এতদিন রেকর্ডটা ছিল অস্ট্রেলিয়ার সাবেক পেসার ক্যাথরিন ফিজপ্যাট্রিকের। ১৯৯৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ১০৯ ম্যাচে ১৮০ উইকেট নিয়েছিলেন ফিজপ্যাট্রিক। মঙ্গলবার তাকে ছাড়িয়ে গেছেন গোস্বামী। ৩৪ বছর বয়সী ডানহাতি মিডিয়াম পেসার এছাড়া ১০ টেস্টে ৪০ ও ৬০ টি২০তে নিয়েছেন ৫০ উইকেট। তিন ফরমেট মিলিয়ে তার ঝুলিতে মোট ২৭১টি আন্তর্জাতিক উইকেট। ২০১০ সালে তিনি অর্জুন এবং এর দুই বছর পর পদ্মশ্রীর মতো সম্মানে ভূষিত হন।
×