ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ শ্রীলঙ্কার আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বন্ধন দৃঢ় করার আশা

প্রকাশিত: ০৫:০৩, ৯ মে ২০১৭

বাংলাদেশ শ্রীলঙ্কার আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বন্ধন দৃঢ় করার আশা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ লিজিং এ্যান্ড ফিন্যান্স কোম্পানিজ এ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে ২০ সদস্যের এক প্রতিনিধি দল সম্প্রতি শ্রীলঙ্কায় সফর করেন। এই সফরকালে বিএলএফসিএ প্রতিনিধি দল লিজিং এ্যাসোসিয়েশন অব শ্রীলঙ্কা (এলএএস) এবং ফিন্যান্স হাউজেজ এ্যাসোসিয়েশন অব শ্রীলঙ্কা (এফএইচএ) সভাপতিদের সঙ্গে সভা করেন। বিএলএফসিএর সভাপতি বলেন, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রতিষ্ঠানগুলো অর্থনীতির বহুমুখী চাহিদা পালন করায় অর্থনীতির এক শক্তিশালী উপশাখা হিসেবে স্থান করে নিয়েছে। শ্রীলঙ্কা ফিন্যান্স হাউজেজ এ্যাসোসিয়েশনের সভাপতি কিথসিরি ওয়ানিগাসেকারা শ্রীলঙ্কার আর্থিক প্রতিষ্ঠানসমূহের বিভিন্ন কার্যাবলীর ওপর বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, শ্রীলঙ্কার আর্থিক তহবিলের প্রধান উৎস হচ্ছে গ্রাহক (কাস্টমার) ডিপোজিট। তিনি আরও উল্লেখ করেন, ডিবেঞ্চার ও সিকিউরিটাইজাসনের মাধ্যমেও আর্থিক প্রতিষ্ঠানসমূহ তহবিল গঠন করে থাকে। সভা শেষে সকলে আশা পোষণ করেন, আগামী দিনগুলোতে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে বন্ধন আরও দৃঢ় হবে। কুমিল্লায় এসডিএফ-এসিআই সমঝোতা চুক্তি স্বাক্ষর নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ॥ কুমিল্লা ও চাঁদপুর জেলার এক লাখ দরিদ্র-অতিদরিদ্র পরিবারের সদস্যদের কারিগরি সহায়তা প্রদান করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এবং এ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই)-এর মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এসডিএফ-কুমিল্লা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এসডিএফ-কুমিল্লা জেলা ব্যবস্থাপক শরীফ আহসানুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর করেন এসডিএফ কুমিল্লার জেলা ব্যবস্থাপক শরীফ আহসানুল কবীর ও চাঁদপুরের জেলা ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন খন্দকার এবং এসিআই (এনিমেল হেলথ) কুমিল্লার জোনাল সেলস্ ম্যানেজার রবি তালুকদার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদফতরের সাবেক উপ-পরিচালক ডাঃ নুরুল আমিন, এসিআইয়ের জেনারেল ম্যানেজার মোঃ মোজাফ্ফর উদ্দিন, এসডিএফ ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (জীবিকায়ন) মোঃ হারুন অর-রশিদ, জেলা কর্মকর্তা (জীবিকায়ন) এ কে এম শরীফ উল্লাহ প্রমুখ। এসডিএফ ও এসিআই কর্মকর্তারা জানান, এই চুক্তির মাধ্যমে সরকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এসডিএফ কুমিল্লা ও চাঁদপুরের এক লাখ দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের সদস্যদের কারিগরি সহায়তা প্রদান, উপকরণ সরবরাহ, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদি প্রাণী পালন, প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি দক্ষতা উন্নয়ন, গবাদি প্রাণীর জাত উন্নয়ন, কৃষি উপকরণ পৌঁছানো, উৎপাদন সম্পর্কিত প্রচারপত্র ও পোস্টার বিতরণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
×