ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যাটসম্যান নারাইনের রেকর্ড, কলকাতার জয়

প্রকাশিত: ০৪:১৯, ৮ মে ২০১৭

ব্যাটসম্যান নারাইনের রেকর্ড, কলকাতার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ না ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স বা বিরাট কোহলি নন। এমন কি মূল পরিচয়ের বিচারে তিনি ব্যাটসম্যানও নন। বোলার। সেই সুনীল নারাইনই কিনা গড়লেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ইতিহাসের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। রবিবার দিনের প্রথম ম্যাচে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন ‘ওপেনার’ নারাইন। সর্বোপরি আইপিএলে এটি অবশ্য যৌথ দ্রুততম হাফ সেঞ্চুরি। ২০১৪ সালে এই কলকাতার হয়েই সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সমান বলে প্রথম এমন কীর্তি গড়েছিলেন ইউসুফ পাঠান। কাল মাত্র ১৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৫৪ রান করে আউট হন নারাইন। ক্যারিবিয়ান স্পিনারের ব্যাটিং চমকের দিনে ৬ উইকেটের (১৫.১ ওভার) আয়েশী জয় পেয়েছে তার দল কলকাতা। অপরপ্রান্তে ওপেনিং পার্টনার ক্রিস লিনও ঝড় তুলেছেন। ২২ বলে ৫ চার ও ৪ ছক্কায় ঠিক ৫০ রান করে ফেরেন অস্ট্রেলিয়ান এ ব্যাটসম্যান। বিপরীতে আরও একটি লজ্জায় ডুবল সবার আগে শেষ চারের রেস থেকে ছিটকে যাওয়া কোহলির দল। মানদীপ সিং (৫২) ও ট্রেভর হেডের (৭৫) ব্যাটে ভর করে ৬ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে তারকা খচিত বেঙ্গালুরু। রানের খাতা খুলতে পারেননি ক্রিস গেইল (০), কোহলি ৫, ডি ভিলিয়ার্স ১০! নারাইনের কাছ থেকে এখন ব্যাটিং শিখতে পারেন তারা।
×