ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আবাসন ব্যবসায় ১৫ শতাংশ ভ্যাটের বিরোধিতা করলেন গৃহায়নমন্ত্রী

প্রকাশিত: ০৩:৫৭, ৮ মে ২০১৭

আবাসন ব্যবসায় ১৫ শতাংশ ভ্যাটের বিরোধিতা করলেন গৃহায়নমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ আবাসন ব্যবসায় ১৫ শতাংশ ভ্যাট আদায় করা হলে এ খাতের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বলেন, এ খাতের ব্যবসা ধরে রাখতে হলে ঢালাওভাবে ১৫ শতাংশ ভ্যাট আরোপ না করে বিকল্প চিন্তা করতে হবে। রবিবার ঢাকা ক্লাবে সেন্টার ফর কমিউনিকেশন নেটওয়ার্ক (সিসিএন) আয়োজিত ‘জাতীয় অর্থনীতিতে আবাসন খাত’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণপূর্তমন্ত্রী বলেন, প্রতিটি দেশ আবাসন খাতকে প্রাধান্য দিয়েছে। অনেক দেশে এ খাতে ৩০ বছরের জন্য ৩ শতাংশ সুদে ঋণ দেয়া হয়। তারা পারলে আমরা পারব না কেন? আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব, যাতে এ খাতে সিঙ্গেল ডিজিটে ঋণ দেয়া যায়। সোনালী ব্যাংক ইতোমধ্যে এ খাতে ঋণের সুদ ৫ শতাংশে নামিয়েছে। তিনি বলেন, ১৬ কোটি মানুষের মধ্যে আয়কর দাতা মাত্র ১২ লাখ। ট্যাক্সের আওতা না বাড়িয়ে শুধু তাদের থেকেই ট্যাক্স নেবেন; আর বাকিদের ফ্রি সুবিধা দেবেন- এটা হতে পারে না। ১৬ কোটির মধ্যে কমপক্ষে ৮ কোটি লোকের ট্যাক্স দেয়ার ক্ষমতা আছে। এনবিআর যদি বন্ধুসুলভ ব্যবহার করে, গ্রামগঞ্জে গিয়ে মানুষকে হয়রানি না করে তাহলে সবাই ট্যাক্স দেবে। মন্ত্রী বলেন, ব্যবসায় শুধু লাভ নয়; লোকসানও হয়- এটা এনবিআরকে মানতে হবে। ট্যাক্সনেট বাড়ানোর উপায় খুঁজে নিতে হবে। তিনি আরও বলেন, আগামীতে শুধু বহুতল ভবনই নির্মাণ করবে রাজউক, সিডিএ, কেডিএ, আরডিএ। বড়লোক-গরিব সবার জন্য এ্যাপার্টমেন্ট হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এ সময় বস্তিবাসীদের জন্য বহুতল ভবন নির্মাণের ঘোষণা দেন। তিনি বলেন, স্বল্প আয়ের মানুষের জন্য ভাড়াভিত্তিক ১০ হাজার বহুতল ভবন নির্মাণ করা হবে। সাড়ে ৫০০ স্কয়ার ফিটের ফ্ল্যাটে ১ বেডরুম, ড্রয়িং রুম, কিচেন, বাথরুম থাকবে। এগুলো ১৬ থেকে ১৮ তলার ভবন হবে। দৈনিক ২৭০ টাকা ভাড়ায় এসব এ্যাপার্টমেন্টে ৪-৫ জন্য কর্মঠ ব্যক্তি থাকবে।
×