ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর রবি

প্রকাশিত: ০৪:১৫, ৫ মে ২০১৭

বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর রবি

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হয়েছে রবি। বাংলাদেশ জাতীয় দল, নারী দল ও অনুর্ধ-১৯ দলের টিম স্পন্সর হলো রবি। আগামী দুই বছরের (১ জুলাই ২০১৭ থেকে ৩০ জুন ২০১৯ পর্যন্ত) জন্য টিম স্পন্সর হয়েছে বেসরকারী এ মোবাইল অপারেটর প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার বিকেল চারটায় ছিল নতুন টিম স্পন্সরশিপের টেন্ডার জমা দেয়ার শেষ সময়। বিকেল সাড়ে চারটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে সাংবাদিকদের সামনে বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ আগামী দুই বছরের জন্য টিম স্পন্সর হিসেবে রবির নাম ঘোষণা করেন। দেশের চার-পাঁচটি কর্পোরেট হাউজ অংশ নিয়েছিল এই টেন্ডারে। বাংলাদেশ জাতীয় দলের টিম স্পন্সরশিপ স্বত্ব কেনার আগ্রহ দেখিয়েছিল রবি, গ্রামীণফোন, প্রাণ গ্রুপ, মেঘনা গ্রুপের ব্র্যান্ড ফ্রেশ ও বিকাশ। বিসিবির ফ্লোর প্রাইস ছিল ৬০ কোটি টাকা। তবে আগেই গ্রামীণফোন, মেঘনা গ্রুপের ব্র্যান্ড ফ্রেশ ও বিকাশের আর্থিক শর্ত গ্রহণযোগ্য হয়নি। শেষ পর্যন্ত প্রাণ গ্রুপকেও পেছনে ফেলে রবিই জাতীয় দলের টিম স্পন্সর হলো। গত দুই বছরে রবিই ছিল স্পন্সর। নতুন টিম স্পন্সরশিপ নিয়ে বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, ‘আগামী দুই বছরের জন্য রবিই বাংলাদেশ জাতীয় দলের টিম স্পন্সর। লক্ষ্য পূরণ হয়েছে। আমরা খুশি। আমাদের এখানে অংশগ্রহণ করেছে রবি এবং প্রাণ। পুরো প্রক্রিয়াটি গত বছরের মতো করে করা হয়েছে। আমাদের চার্টার্ড একাউন্ট ফার্ম তারা পুরো বিষয়টি পর্যালোচনা করেছে। আমাদের ফ্লোর প্রাইস যেটা দেয়া ছিল সেটা ক্রস করেছে রবি। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত রবির সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। যেটা শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে। আমরা খুব খুশি এবং গর্বিত রবি আমাদের সঙ্গে দ্বিতীয়বারের মতো থাকায়। তারা এবারের সবচেয়ে সফল বিটার। তারা দুই বছর আমাদের সাপোর্ট করেছে। আশাকরি এই ধারা অব্যাহত থাকবে। গতবারের চেয়ে ৫০ ভাগ বেশি। এর মূল কারণ বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে।’
×