ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সামাজিক বাস্তবতার চিত্র নিয়ে ‘হিন্দী মিডিয়াম’

প্রকাশিত: ০৬:১৮, ৪ মে ২০১৭

সামাজিক বাস্তবতার চিত্র নিয়ে  ‘হিন্দী মিডিয়াম’

অনন্য রেজা করিম ॥ বলিউডে গৎবাঁধা বাণিজ্যিক মাশালা সিনেমার ভিড়ে মাঝে মধ্যে হঠাৎ সামাজিক বাস্তবতানির্ভর চমৎকার বক্তব্যসমৃদ্ধ সিনেমা দর্শকদের ভিন্ন চিন্তার খোরাক জোগায়। সেই সঙ্গে সামাজিকভাবেও তা আলোড়ন সৃষ্টি করে। সমাজে বিরাজমান অসঙ্গতি সম্পর্কে সবাইকে সচেতন করে । তেমনি একটি সিনেমা ‘হিন্দী মিডিয়াম’ আসছে এবার দর্শকদের সামনে। আগামী ১২ মে মুক্তি পাবে সামাজিক বাস্তবতানির্ভর ভিন্ন ধাঁচের নতুন এই সিনেমা। ছবিটি পরিচালনা করেছেন ‘পেয়ার কা সাইড ইফেক্ট’ এবং ‘শাদি কা সাইড ইফেক্ট’ খ্যাত চিত্রনির্মাতা সকেট চৌধুরী। দিল্লী শহরে বসবাসরত এক পাঞ্জাবি দম্পতির শিশুসন্তানকে ইংরেজী মাধ্যম স্কুলে ভর্তি করতে গিয়ে সৃষ্ট জটিলতা নিয়ে আবর্তিত হয়েছে ছবির গল্প। এখানে পাঞ্জাবি ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেতা ইরফান খান। তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন পাকিস্তানী তারকা অভিনেত্রী সাবা কমর। ছবির গল্পে দেখা যায় অর্ধশিক্ষিত দম্পতি তাদের কন্যাটিকে ইংরেজী মাধ্যম স্কুলে ভর্তি করাতে গেলে স্কুল কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দেয় ভর্তিচ্ছু ছাত্রছাত্রীর বাবা-মাকে ইংরেজীতে কথা বলা জানতে হবে। এ কথা জানার পর সন্তানকে ইংরেজী মাধ্যমের স্কুলে ভর্তি করাতে অনেকটা বাধ্য হয়ে বাবা-মা হিসেবে তারা ইংরেজী শিখতে শুরু করেন, চালচলন কথাবার্তায় আগের চেয়ে স্মার্ট হতে শুরু করেন। তাদের ধারনা ইংরেজী মাধ্যম স্কুলে ছেলে-মেয়েদের না পড়ালে সমাজে প্রেস্টিজ থাকে না। সাধারণ সরকারী প্রাইমারি স্কুলে ছেলে-মেয়েদের পাঠালে আশপাশের সবাই ভিন্ন চোখে দেখেন, উচ্চশিক্ষা লাভ করে ছেলে-মেয়েদের ভাল চাকরি-বাকরি পাওয়া ও কঠিন হয়ে পড়ে। তেমন সামাজিক বাস্তবতা এখন শুধুমাত্র ভারতের দিল্লী শহরেই নয়, আমাদের দেশেও দেখা যাচ্ছে আজকাল। সন্তানকে কোন্ মাধ্যমের স্কুলে ভর্তি করাবেন আবার ইংরেজী মাধ্যমের স্কুলে ভর্তি করাতে গেলে বাবা-মায়ের যেসব সমস্যার মুখোমুখি হতে হয় তা চমৎকারভাবে তুলে ধরা হয়েছে এ ছবিতে। কমেডি স্যাটায়ারধর্মী সিনেমা ‘হিন্দী মিডিয়াম’ । এ ছবির পরিচালক সকেট চৌধুরী এর আগে রোমান্টিক কমেডি ধাঁচের দুটি সিনেমা তৈরি করেছেন। এবার তিনি সামাজিক বাস্তবতা তুলে ধরেছেন। এ ছবিতে ইরফান খান একজন দোকানের মালিকের চরিত্রের অভিনয় করেছেন। পাঞ্জাবি ব্যবসায়ীটি তার কন্যাকে ইংরেজী মিডিয়াম স্কুলে পড়াতে চান সামাজিক স্ট্যাটাস বাড়ানোর জন্য। তিনি এবং তার সুন্দরী স্ত্রী ইংরেজী ভাষা জানেন না, এমন অজুহাতে তাদের কন্যাকে স্কুলে ভর্তি করাতে অনীহা প্রকাশ করে স্কুল কর্তৃপক্ষ। তারপর থেকে সেই পাঞ্জাবি দম্পতির জীবনযাপন বদলে যেতে থাকে। ‘হিন্দী মিডিয়াম’ ছবিতে ইরফান খানের সুন্দরী স্ত্রীর ভূমিকায় রূপদান করেছেন পাকিস্তানী অভিনেত্রী সাবা কমর। এ ছবিতে অভিনয়ের মাধ্যমে সাবার বলিউডে অভিষেক হচ্ছে। যদিও ভারতীয় সিনেমায় পাকিস্তানী শিল্পীদের কাজ করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত বছর উরি সীমান্ত চৌকিতে পাকিস্তানী হামলায় কয়েকজন ভারতীয় সৈন্য হতাহত হওয়ার ঘটনার পর থেকে এই পরিস্থিতি। সাবা কমর তার অভিনীত প্রথম বলিউডি সিনেমাটি নিয়ে ভীষণভাবে উত্তেজিত। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি সাধারণ গতানুগতিক কোন সিনেমায় অভিনয় করিনি, হিন্দী মিডিয়াম’ ছবিটি সামাজিক বাস্তবতার আলোকে নির্মিত হলেও এখানে দর্শকদের বিনোদন লাভে অনেক উপাদান রয়েছে, আমার প্রত্যাশা, দর্শক এ ছবিতে আমাকে সাদরেই গ্রহণ করবেন। ‘হিন্দী মিডিয়াম’ ছবির একটি ‘গান’ হুর ইতোমধ্যে ভীষণ জনপ্রিয়তা লাভ করেছে। গানটি গেয়েছেন জনপ্রিয় ‘পাকিস্তানী গায়ক আতিফ আসলাম।
×