ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অভাব নামক রাক্ষস

প্রকাশিত: ০৩:৩৮, ৪ মে ২০১৭

অভাব নামক রাক্ষস

প্রাকৃতিক দুর্যোগের এ বাংলাদেশে প্রতিনিয়তই চোখ রাঙিয়ে চলছে প্রকৃতি। প্রকৃতির এ রাঙানো চোখকে উপেক্ষা করেই বসবাস করছে এদেশের মানুষ। তারপরও দুর্যোগের স্থান, কাল,পাত্রভেদে কিছু পার্থক্য রয়েছে। অসময়ে বন্যা হানা দিয়ে দুর্যোগ আর দুর্ভোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা সহ দেশের সকল হাওড়বাসীর। দেশের অধিকাংশ সুবিধা বঞ্চিত লোকজনের বসবাস হাওড় অঞ্চলগুলোতে। এমনিতেই সাধারণত ফাল্গুন চৈত্র মাসে এসব ভাটি এলাকার অধিকাংশ কৃষকের ঘরে হানা দেয় অভাব নামক রাক্ষস। তীর্থের কাকের মতো সবাই তাকিয়ে থাকে বৈশাখের বোরো ফসলের দিকে। বেশির ভাগ কৃষকই আবার দাদন ব্যবসায়ীদের জালে বন্দী। ফলে মড়ার উপর খাড়ার ঘা। ঘরে খাবার নেই, পাহাড়ি ঢল, অতিবৃষ্টি আর অকাল বন্যায় মাছ ধরে জীবিকা নির্বাহ করার শেষ সুযোগটুকুও বন্ধ। হাওড়ের পানিতে বিষাক্ত গ্যাসে মাছ মরে ভেসে উঠেছে। মাছের দুর্গন্ধে পরিবেশও হুমকির মুখে। সর্বোপরি চরম মানবিক বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে এ দেশের লাখ লাখ হাওড়বাসী। সিলেটের গোপালগঞ্জে দেশের বৃহত্তম হাকালুকি হাওড় সহ বালাগঞ্জ, সুনামগঞ্জের দিরাই,ধর্মপাশা,জগন্নাথপুর মৌলভীবাজার জেলার কুলাউড়া, বড়লেখা, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার হাওড় সেইসাথে নাটোরের চলনবিল সমুহ এদেশের শস্যভান্ডার হিসাবে খ্যাত। কেবল ধানই নয় হাওড়ের মাছও পুষ্টির যোগান দেয় এদেশের লাখো মানুষকে। গত বেশকিছু দিনের অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্বা লের যে আগাম বন্যা দেখা দিয়েছে তার কমবেশি প্রভাব সারা দেশেই পড়বে। চোখের সামনে বাঁধ ভেঙে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির ধান। ধান, মাছ সহ অন্যান্য ফসল, শাকসবজি, ফলমূল, গবাদি পশু এবং ঘরবাড়ির যে ক্ষয়ক্ষতি হয়েছে তা দীর্ঘদিন ভোগাবে হাওড় এলাকার মানুষকে। কৃষিপ্রধান বাংলাদেশের অর্থনীতিতে হাওড় এলাকাবাসীর রয়েছে এক বিশাল ভূমিকা। হাওড়বাসীর দুঃখে ভারাক্রান্ত এদেশের মানুষ। প্রকৃতির বৈরিতার পাশাপাশি মানবসৃষ্ট কারণেও তৈরি হয়েছে এ দুর্ভোগের। যথাযথ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে দোষী ব্যাক্তিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। হাওড়বাসীদের কষ্ট লাঘবে সরকারি সাহায্য সহযোগিতার পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থা ও ব্যাক্তি উদ্যোগে এগিয়ে আসতে হবে সকলকে। কেবল সাময়িক সমস্যার সমাধান নয় দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হাওড়বাসীদের উন্নয়নকল্পে। বারদী, নারায়ণগঞ্জ থেকে
×