ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিনোদ খান্নার মৃত্যুতে বলিউডে শোক

প্রকাশিত: ০৫:৩১, ২৯ এপ্রিল ২০১৭

বিনোদ খান্নার  মৃত্যুতে  বলিউডে  শোক

সংস্কৃতি ডেস্ক ॥ সত্তর ও আশির দশকের জনপ্রিয় ভারতীয় হার্টথ্রব অভিনেতা বিনোদ খান্না চলে গেলেন না ফেরার দেশে। মরণব্যাধি ক্যান্সারের কাছে হার মেনে বৃহস্পতিবার বেলা ১১-২০ মিনিটে মুম্বাইয়ের শ্রী এনএইচ রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ৭০ বছর বয়সে মারা যান বিনোদ খান্না। শক্তিমান এই অভিনয়শিল্পীর মুত্যুতে শোক নেমে এসেছে বলিউড পাড়ায়। বিশেষ সামাজিক যোগাযোগের মাধ্যমে শোক প্রকাশ করেছেন ভারতের বিভিন্ন ক্ষেত্রের তারকারা। বিনোদ খান্নার মৃত্যুর খবর শুনে কাজ ফেলে হাসপাতালে ছুটে যান অমিতাভ বচ্চন। সে সময় নিজের পরবর্তী চলচ্চিত্র ‘সরকার থ্রি’র প্রচার কাজে ব্যস্ত ছিলেন অমিতাভ। সেখান থেকেই হাসপাতালে যান তিনি। সত্তর ও আশির দশকে তারা একত্রে কাজ করেছেন ‘মুকাদ্দর কা সিকান্দার’, ‘অমর আকবর এ্যান্থনি’র মতো সুপারহিট সব চলচ্চিত্রে। এক সময় একে অপরের প্রতিদ্বন্দ্বীও ছিলেন তারা। তবে বাস্তবজীবনে তাদের বন্ধুত্বের সম্পর্ক ছিল আরও বেশি গাঢ়। বৃহস্পতিবার সকালে যখন একটি সংবাদ সম্মেলনে নিজের পরবর্তী চলচ্চিত্রের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন অমিতাভ বচ্চন, তখনই তার কাছে আসে প্রিয় বন্ধুর মৃত্যু সংবাদ। সাক্ষাতকারের মাঝপথেই তিনি উঠে পড়েন, ছুটে যান মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে। এছাড়া একইদিন বিকেলে বিনোদ খান্নার শেষকৃত্য অনুষ্ঠানেও অংশ নেন অমিতাভ। এ সময় তার সঙ্গে ছিলেন তার ছেলে অভিষেক বচ্চনও। অমিতাভ ছাড়াও ঋষি কাপুর, সুভাষ ঘাই, জ্যাকি শ্রফ, রণদীপ হুড়া, অর্জুন রামপাল, উদিত নারায়ণদের মতো তারকাদের দেখা গেছে বিনোদ খান্নার শেষকৃত্য অনুষ্ঠানে। সামাজিক যোগাযোগের মাধ্যমে শোক জানিয়েছেন এই তারকার সহকর্মী, ভক্ত ও গুণগ্রাহীরা। বিনোদ খান্নার দীর্ঘদিনের সহকর্মী ও সহঅভিনেতা ঋষি কাপুর তার টুইটারে ১৯৭৭ সালের জনপ্রিয় কমেডি ‘অমর আকবর এ্যান্থনি’র পোস্টার দিয়ে স্মরণ করেছেন প্রয়াত অভিনেতা বিনোদ খান্নাকে। এ চলচ্চিত্রে ‘অমর’ চরিত্রে অভিনয়কারী বিনোদ খান্নাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, অমর, তোমাকে মনে পড়বে সব সময়। তবে শেষকৃত্য অনুষ্ঠানে তরুণ প্রজন্মের অনেক অভিনেতাই উপস্থিত ছিলেন না। এতে ক্ষোভ প্রকাশ করেন ঋষি কাপুর। বিনোদ খান্নার আরেক সমসাময়িক অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘœ সিনহা লিখেছেন, সিনেমা থেকে রাজনীতি, বিনোদ খান্না এবং আমি একই সঙ্গে সফর করেছি। কয়েক প্রজন্মের ভক্ত, গুণগ্রাহী এবং বন্ধুদের পেছনে ফেলে তিনি চলে গেলেন। তার মহান আত্মা যেন শান্তি লাভ করেন। অক্ষয় কুমার লিখেছেন, বিনোদ স্যারের প্রস্থানের খবরে আহত হয়েছি। বলিউড একজন শক্তিশালী অভিনেতাকে হারাল। তার পরিবারের জন্য সমবেদনা। সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে লিখেছেন, আমার দেখা অসম্ভব ভদ্র একজন মানুষ ছিলেন তিনি। তার পরিবারের জন্য সহমর্মিতা রইল। পরিচালক সুজয় ঘোষ লিখেছেন, ছোটবেলায় ‘পাত্থর অর পায়েল’ দেখে খলনায়ক বিনোদ খান্নার প্রেমে পড়েছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন অসাধারণ কাজ উপহার দেয়ার জন্য। অভিনেত্রী শ্রদ্ধা কাপুর লিখেছেন, বিনোদ খান্নার অনেক বড় ভক্ত আমি। তার মতো সুদর্শন ও প্রতিভাবান বলিউড তারকা আর নেই। আজকে আমরা একজন বড়মাপের অভিনেতাকে হারালাম। আজীবনই আপনার ভক্ত হয়ে থাকব। সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ লিখেছেন, সিনেজগতের অন্যতম ক্যারিশমাটিক অভিনেতার মৃত্যুতে জানাচ্ছি গভীর সমবেদনা।
×