ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইভিন্স টেক্সটাইলের ইপিএস ১ টাকা ১৫ পয়সা

প্রকাশিত: ০৫:২৬, ২৬ এপ্রিল ২০১৭

ইভিন্স টেক্সটাইলের ইপিএস ১ টাকা ১৫ পয়সা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইভিন্স টেক্সটাইলের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ৯ মাসে (জুলাই, ১৬-মার্চ, ১৭) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৫ পয়সা। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। গত বছর একই সময়ে যা ছিল ১ টাকা ১৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৫৯ পয়সা। শেষ ৩ মাসে (জানুয়ারি-মার্চ, ১৭) কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩৬ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ২৯ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লি: ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত সময়ে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬২ টাকা, শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ১৬.১৫ টাকা এবং এনওসিএফপিএস হয়েছে ২.৩৪ টাকা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১.৮৭ টাকা, এনএভি ১৭.৬০ টাকা এবং এনওসিএফপিএস ৩.৭০ টাকা। লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ১৪ জুন দুপুর ১২টায় স্পেক্ট্রা কনভেনশন হল, গুলশানে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ মে। -অর্থনৈতিক রিপোর্টার
×