ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ক্ষুদে শিক্ষার্থীদের সঞ্চয় সাড়ে ৫ কোটি টাকা

প্রকাশিত: ০৬:০৫, ২৩ এপ্রিল ২০১৭

নওগাঁয় ক্ষুদে শিক্ষার্থীদের সঞ্চয় সাড়ে ৫ কোটি টাকা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁ জেলায় পরিচালিত ৩৩টি ব্যাংকের মাধ্যমে এ পর্যন্ত স্কুল ব্যাংকিং কর্মসূচীর আওতায় ছাত্রছাত্রীর মোট ২৫ হাজার ৫৮৭টি হিসাবে ৫ কোটি ৪৪ লাখ ২৫ হাজার টাকা সঞ্চিত হয়েছে। শনিবার বেলা ১১টায় নওগাঁ জেলা স্কুল মাঠে আয়োজিত স্কুল ব্যাংকিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এই কর্মসূচীর লিড ব্যাংক হিসেবে দায়িত্বরত মার্কেন্টাইল ব্যাংক নওগাঁ শাখার আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমান। মার্কেন্টাইল ব্যাংক নওগাঁ শাখা ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁর সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হোসেন এবং মার্কেন্টাইল ব্যাংক প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আদিল রায়হান। ঠাকুরগাঁওয়ে অগ্রণী ব্যাংক অফিসার সমিতির দ্বিবার্ষিক সম্মেলন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ অগ্রণী ব্যাংক ঠাকুরগাঁওয়ের অফিসার সমিতি আঞ্চলিক পরিষদের দ্বিবার্ষিক সম্বেলন শনিবার ব্যাংকের স্থানীয় আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আফজালুর রহমানকে সভাপতি ও সেলিম রব্বানীকে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক ঠাকুরগাঁও জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক, অঞ্চল প্রধান শেখ আকরাম উদ্দীন, শাখা ব্যবস্থাপক সামসুল আলম, পঞ্চগড় শাখার ব্যবস্থাপক অমিয় সরকার, মানিক, মারুফ জামান কল্লোল।
×