ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রবিবার গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো, চারিদিকে উত্তেজনা; চলছে কথার লড়াই, ব্রাজিলিয়ান সুপারস্টারের প্রশংসায় সাবেক ইংলিশ তারকা বেকহ্যাম

আপীল খারিজ, খেলা হচ্ছে না নেইমারের

প্রকাশিত: ০৭:২৭, ২২ এপ্রিল ২০১৭

আপীল খারিজ, খেলা হচ্ছে না নেইমারের

স্পোর্টস রিপোর্টার ॥ নিদারুণ দুঃসময় পার করছে বার্সিলোনা। ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায়ঘণ্টা বেজেছে তাদের। লা লিগার শিরোপা ধরে রাখাও হুমকির মধ্যে। এখন যে অবস্থা তাতে লীগ শিরোপা ধরে রাখতে হলে সামনের এল ক্লাসিকো জয়ের বিকল্প নেই কাতালানদের। রবিবার মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে। তাও আবার রিয়ালের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে। কিন্তু এই ম্যাচে বার্সা পাচ্ছে না দলের অন্যতম সেরা তারকা নেইমারকে। কারণ ব্রাজিলিয়ান তারকার নিষেধাজ্ঞা নিয়ে বার্সিলোনার করা আপীল নাকচ করে দিয়েছে স্পেনের ফুটবল ফেডারেশন। তিন ম্যাচের নিষেধাজ্ঞা বহাল থাকায় আগামী সপ্তাহে ওসাসুনার বিরুদ্ধেও খেলা হবে না নেইমারের। চলতি মাসের শুরুর দিকে লীগে মালাগার মাঠে ২-০ গোলে বার্সিলোনার হারের ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন নেইমার। নিয়মানুযায়ী এক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার কথা ছিল তার। কিন্তু মাঠ ছাড়ার সময় চতুর্থ রেফারিকে ব্যঙ্গ করায় ব্রাজিলের এই ফরোয়ার্ডকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয় স্পেনের ফুটবল ফেডারেশন। তবে বার্সিলোনার দাবি, নেইমারের ওই আচরণ যে সরাসরি রেফারির উদ্দেশে ছিল, তা প্রমাণিত হয়নি। কিন্তু স্পেনের ফুটবল ফেডারেশনের আপীল কমিটি তাদের দাবি নাকচ করে দিয়ে শাস্তির সিদ্ধান্ত বহাল রাখে। নেইমারের শাস্তি কমাতে এখন বার্সার সামনে ক্রীড়ার সর্বোচ্চ আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আপীল করার সুযোগ আছে। কাতালানরা জানিয়েছে, তারা সেটাই করবে। ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের কাছে দুই লেগ মিলিয়ে হেরে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর নেইমারের নিষেধাজ্ঞা বহাল থাকার খবরটি বার্সিলোনার জন্য আরেকটি ধাক্কা হয়ে এলো। বার্নাব্যুতে হারলে বার্সার লা লিগার শিরোপা ধরে রাখাটা প্রায় অসম্ভব হয়ে পড়বে। কাতালান দলটির চেয়ে এক ম্যাচ কম খেলে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে জিনেদিন জিদানের দল। এরই মধ্যে বার্সিলোনা চোটের কারণে হারিয়েছে এ্যালেখ্স ভিদাল ও রাফিনহাকে। আরডা টুরানের ফিটনেসও রয়েছে নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে। সিএএসের কাছে বার্সিলোনা আপীল করলে সেটাও যদি নাকচ হয়, তাহলে আগামী ২৯ এপ্রিল এস্পানিওলের বিরুদ্ধে ফিরবেন নেইমার। দুঃসময় পার করলেও প্রশংসার কমতি হচ্ছে না নেইমারের। এই যেমন সাবেক ইংলিশ সুপারস্টার ডেভিড বেকহ্যাম উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন ব্রাজিলিয়ান তারকার। সাবেক ইংলিশ অধিনায়কের বিশ্বাস লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে বিশ্বসেরা খেলোয়াড় হতে প্রস্তুত ব্রাজিলিয়ান সেনসেশন। বেকহ্যামের কথায় সান্টোস ক্যারিয়ারেই বিশ্বসেরা হওয়ার জানান দিয়েছেন নেইমার। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের চোখে ২৫ বছর বয়সী এ ফরোয়ার্ড অসাধারণ প্রতিভাধর ও একটি প্রজন্মের সেরাদের একজন। ২০১৩ সালে বার্সায় পাড়ি জমানোর পর ক্লাব ও দেশের জার্সিতে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন পেলের উত্তরসূরি। গত বছর তার হাত ধরে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো অলিম্পিক চ্যাম্পিয়ন হয় সেলেসাওরা। বার্সার হয়ে ইতোমধ্যে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন নেইমার এবং দেখিয়ে দিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ লেভেলে ট্যালেন্ট গ্রুপে যোগ দিতে প্রস্তুত। যেখানে বর্তমানে তার ক্লাব সতীর্থ মেসি ও রিয়াল তারকা রোনাল্ডোর আধিপত্য। নেইমারকে নিয়ে বেকহ্যাম বলেন, নেইমার যে একজন অসাধারণ প্রতিভাবান এটা ১৭ বছর বয়সে সান্টোসে যোগ দেয়ার পরই পরিষ্কার ছিল। সে একটি প্রজন্মের ফুটবলার যার প্রচুর ভক্ত। যখনই পায়ে বল পায় সবার সমর্থন থাকে চোখে পড়ার মতো।
×