ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৫ মাসের মধ্যে স্বর্ণের দাম সর্বোচ্চ

প্রকাশিত: ০৪:২২, ১৯ এপ্রিল ২০১৭

৫ মাসের মধ্যে স্বর্ণের দাম সর্বোচ্চ

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২০১৭ সালের নবেম্বরের পর গত সোমবার বাজারে পণ্যটি সর্বোচ্চ দরে কেনাবেচা হয়। রয়টার্সের খবরে বলা হয়েছে, এদিন পণ্যটির দর ওঠে আউন্স প্রতি (২.৪৩ ভরি) ১ হাজার ২৯৬.৫ মার্কিন ডলার। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, তার কারণে বাজার এত চাঙ্গা বলে ধারণা করা হচ্ছে। তবে এই বৃদ্ধির প্রবণতাকে স্থায়ী মনে করছেন না বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভূ-রাজনৈতিক অস্থিরতা দূর হওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর সমন্বয় হবে। তখন দাম আবারও ধারাবাহিকভাবে কমবে। আন্তর্জাতিক বাজারে দরের সঙ্গে সাধারণত বাংলাদেশের স্বর্ণ বাজারও সমন্বয় করা হয়। সেই পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও পণ্যটির দর শীঘ্রই বাড়তে পারে। -অর্থনৈতিক রিপোর্টার এলএনজি টার্মিনাল নির্মাণে ঋণ দিচ্ছে আইএফসি কক্সবাজারের মহেশখালীতে দেশের প্রথম এলএনজি টার্মিনাল বাস্তবায়নের পথ আরও একধাপ এগুলো। উদ্যোগ নেয়ার দীর্ঘ ৭ বছর গত বছর এ নিয়ে মার্কিন এক কোম্পানির সঙ্গে চুক্তি করে সরকার। বিশ্ব ব্যাংকের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি) জানিয়েছে, তারা বাংলাদেশের প্রথম এলএনজি টার্মিনাল নির্মাণে অর্থ সহায়তা বাড়াতে রাজি হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রকল্পটির জন্য মোট ব্যয় হবে ১৭৯.৪ মিলিয়ন মার্কিন ডলার। আইএফসি জানিয়েছে, তারা দুই ক্যাটাগরিতে ঋণ সহায়তা দেবে। ঋণ ক্যাটাগরি ‘এ’র আওতায় ছাড় হবে ৩৪.১ মিলিয়ন ডলার পর্যন্ত। আর ঋণ ক্যাটাগরি ‘বি’ আওতায় দেয়া হবে আরও ৯১.৪ মিলিয়ন ডলার। এছাড়া প্রকল্প কোম্পানিতে সংস্থাটির বিনিয়োগ থাকবে ১০.৮ মিলিয়ন ডলার। চুক্তি অনুযায়ী, মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি এই টার্মিনাল নির্মাণ করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×