ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আটদিন পর পুঁজিবাজারে সূচক সামান্য বাড়ল

প্রকাশিত: ০৪:১৭, ১৮ এপ্রিল ২০১৭

আটদিন পর পুঁজিবাজারে সূচক সামান্য বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ আট কার্যদিবস পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। তবে গত কয়েক দিন ধরে লেনদেন ও চাহিদার দিকে আধিপত্য বিস্তার করা বস্ত্র খাতের বড় ধরনের মূল্য সংশোধন ঘটেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে ৭৬০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কালের তুলনায় ৩৬ কোটি ৬০ লাখ টাকা বেশি। রবিবার ডিএসইতে ৭২৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৬ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কা বাংলা ফাইন্যান্স, শাহজিবাজার পাওয়ার, আরএসআরএম স্টিল, ডরিন পাওয়ার, সেন্ট্রাল ফার্মা, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, রিজেন্ট টেক্সটাইল, বিডিকম, আইডিএলসি ও সিটি ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : রিপাবলিক, বিডি ফাইন্যান্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ডেসকো, ফাস ফাইনান্স, ইবিএল এনআরবি, প্রগতি ইন্স্যুরেন্স, এসআলম স্ক্রিটাল, জিবিবি পাওয়ার ও শাহজিবাজার পাওয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ৫২ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৩৪৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, শাহজিবাজার পাওয়ার, বেক্সিমকো ফার্মা, লঙ্কা বাংলা ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাইল, বেক্সিমকো, আরএসআরএম স্টিল, বিডি কম, ইভিন্স টেক্সটাইল ও হামিদ ফেব্রিক্স।
×