ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বুড়ো চন্দরপলের কাউন্টি-সেঞ্চুরি

প্রকাশিত: ০৬:৩১, ১৭ এপ্রিল ২০১৭

বুড়ো চন্দরপলের কাউন্টি-সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ শচীন টেন্ডুলকরসহ সেরা পাঁচ বাইরে রাখলে টেস্ট ইতিহাসে ১১ হাজার রান আছে মাত্র পাঁচ ব্যাটসম্যানের। শিবনারায়ণ চন্দরপল তাদেরই একজন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ তার কদর বোঝেনি। বয়সের ধোয়া তুলে জাতীয় দল থেকে বাদ দেয়া হয়েছে সেই ২০১৫ সালে। দুই বছর অপেক্ষার পর সম্প্রতি মাঠের বাইরে থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। তবে এ সময়ে জন্মস্থান গায়ানার হয়ে ঘরোয়া প্রথমশ্রেণীতে ঠিকই রানের ফুলঝুরি ছুটিয়েছেন। ৪৩ ছোঁয়া বয়সের স্টাইলিশ বাঁহাতি এবার বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ইংলিশ কাউন্টিতে ল্যাঙ্কাশায়ারের হয়ে অসাধারণ ১৮২ রানের এক ইনিংস উপহার দিলেন। আধুনিক টেস্টের অন্যতম সফল এ ব্যাটসম্যান আরও একবার নিজের ক্লাসটা বুঝিয়ে দিলেন। সারের বিপক্ষে এক পর্যায়ে ৬৭ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে ল্যাঙ্কাশায়ার। তখনই হাল ধরেন চন্দরপল। ৫৫ রানের ষষ্ঠ উইকেট জুটিতে প্রথমে ধাক্কা সামাল দেন। আর জর্ডান ক্লার্ককে নিয়ে ২৪৩ রানের জুটিতে ম্যাচের রাশ নিজেদের দিকে ঘুরিয়ে দেন অভিজ্ঞ এই ক্যারিবিয়ান। আটে নামা ক্লার্ক প্রথম শ্রেণীতে নিজের প্রথম সেঞ্চুরির (১৪০) পর আউট হলেও চন্দরপল ছিলেন নিজের মতো। আর কোন যোগ্য সঙ্গী পাননি, কিন্তু একাই লড়ে গেছেন টেস্টে প্রায় ১২ হাজার রানের মালিক। ৮ ঘণ্টা ২ মিনিটের লড়াইটা শেষ হয়েছে আরেক বর্ষীয়ান গ্যারেথ ব্যাটির অফস্পিনে। ততক্ষণে অবশ্য নামের পাশে ১৮২ রান। ক্যারিয়ারে চন্দরপলের এটি ৭৪তম প্রথমশ্রেণীর সেঞ্চুরি। চন্দরপলকে এভাবে জাতীয় দল থেকে ছুড়ে ফেলায় ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের (ডব্লুআইসিবি) কঠোর সমালোচনা করেন গ্রেট ব্রায়ান লারা। অবশেষে তাতে আগ্রহী হয় বোর্ড। ক’দিন আগে ডব্লিউআইসিবি প্রধান ডেভ ক্যামেরন বলেন, ‘সবচেয়ে ভালভাবে চন্দরপলকে বিদায় দেয়ার একটা পরিকল্পনা করেছি আমরা। আগেই করতে পারিনি, কারণ চন্দরপল আমাদের বলেছিল সে অবসর নিচ্ছে না। এখন আমরা তার সঙ্গে পরামর্শ করে একটা দিন-তারিখ ঠিক করব।’
×