ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকারী প্রতিষ্ঠান বাজারে আসলে স্বস্তি আসতে পারে ॥ সিপিডি

প্রকাশিত: ০৩:৫০, ১৭ এপ্রিল ২০১৭

সরকারী প্রতিষ্ঠান বাজারে আসলে স্বস্তি আসতে পারে ॥ সিপিডি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারী প্রতিষ্ঠানের শেয়ার পুঁজিবাজারে আসলে বাজারে কিছুটা স্বস্তি আসতে পারে। তবে সরকারী প্রতিষ্ঠানের কত শতাংশ শেয়ার বাজারে ছাড়া হবে তা নিয়ে এখনও নীতিগতভাবে সিদ্ধান্তহীনতায় রয়েছে সরকার। রবিবার মহাখালী ব্র্যাক সেন্টারে ‘জাতীয় বাজেট ২০১৭-১৮ সিপিডির সুপারিশমালা’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি আরও বলেন, সরকারের হাতে থাকা শেয়ার বাজারে ছাড়ার ব্যাপারে এর আগে উদ্যোগ নেয়া হলেও তার বাস্তবায়ন দেখা যায়নি। সিপিডির নির্বাহী পরিচালক বলেন, বিনিয়োগকারীরা অনেক সময় কোম্পানির অডিট দেখে বিনিয়োগের সিদ্ধান্ত নেন। তাই ফাইন্যাসিং রিপোর্টিং এ্যাক্ট বাস্তবায়ন খুবই জরুরী। লিস্টেড কোম্পানিগুলোর আয়-ব্যয় হিসাবে স্বচ্ছতা আনতে একটি কমিশন করা যেতে পারে। তা না হলে কোম্পানির ওপর মানুষের আস্তা তৈরি হওয়ার জায়গা দেখছি না। আগামী বাজেটে পুঁজিবাজারের জন্য নির্দিষ্ট কোন প্রস্তাব রয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশীয় ও বিদেশী কোম্পানিকে পুঁজিবাজারে আনার ক্ষেত্রে নেয়া পদক্ষেপ বাস্তবায়ন হয়নি। আগামী অর্থবছর আমরা এর বাস্তবায়ন দেখতে চাই। আগামী অর্থবছরে বাজেট ঘাটতি ৫.৪ শতাংশ অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ৫ শতাংশের বেশি বাজেট ঘাটতি ধরা হচ্ছে। টাকার অঙ্কে এই বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ৬০ হাজার কোটি টাকার বেশি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রবিবার সচিবালয়ে আর্থিক সমন্বয় কমিটি ও বাজেট মনিটরিং কমিটির সভা শেষে এ কথা জানান। তিনি মনে করেন, এর ফলে উল্লিখিত অর্থবছরে ব্যাংক খাত থেকে ঋণ নেয়ার প্রবণতাও বাড়তে পারে। তিনি বলেন, এবারে বাজেট ঘাটতি আমরা বেশি রাখছি। আগামী বাজেটে জিডিপির ৫ শতাংশের বেশি থাকছে বাজেট ঘাটতি থাকবে। অবশ্য বেশি রাখলেও কোন লাভ নেই, পরে বেশি হয় না। তবে শুরুতে বাজেট ঘাটতি ৫.৪ শতাংশ হতে পারে। উল্লেখ্য, বর্তমান বাজেটে ঘাটতি ধরা হয়েছিল ৩৮ হাজার কোটি টাকা, পরে সংশোধন করে ৩৫ হাজার কোটি টাকা করা হয়। অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৪ শতাংশ। এ অর্থবছরে ছিল ৭ দশমিক ২।
×