ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বর্ষসেরার দৌড়ে এগিয়ে হ্যাজার্ড-ইব্রাহিমোভিচ

প্রকাশিত: ০৫:০৫, ১৪ এপ্রিল ২০১৭

বর্ষসেরার দৌড়ে এগিয়ে হ্যাজার্ড-ইব্রাহিমোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ ফুটবলে ২০১৬-১৭ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় নির্ধারণে ছয়জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। মর্যাদাপূর্ণ এ পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন চেলসির এডেন হ্যাজার্ড, এনগোলো কান্তে ও ম্যানচেস্টার ইউনাইটেডের জ¬াতান ইব্রাহিমোভিচ। তাদের সঙ্গে এই পুরস্কারের জন্য মনোনীত তালিকায় জায়গা করে নিয়েছেন প্রিমিয়ার লীগের সর্বোচ্চ গোলদাতা এভারটনের রোমেলু লুকাকু, টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেন এবং আর্সেনাল চিলিয়ান ফরোয়ার্ড এ্যালেক্সিস সানচেজও। গত মৌসুমে ‘পিএফএ (প্রফেশনাল ফুটবলারস এ্যাসোসিয়েশন) প্লেয়ারস প্লেয়ার অব দ্য ইয়ার’ এ্যাওয়ার্ড জিতেছিলেন লীগ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটির রিয়াদ মাহরেজ। এবার অবশ্য হ্যাজার্ডের সামনে হারানো অবস্থান পুনরুদ্ধারের দারুণ সুযোগ। ২০১৪-১৫ মৌসুমে সেরার আসনে বসেছিলেন বেলজিয়ামের এডেন হ্যাজার্ড। কিন্তু এর পরের মৌসুমটা খুবই বাজেভাবে কাটে তার। পয়েন্ট টেবিলের দশম স্থানে থেকে ২০১৫-১৬ মৌসুম শেষ করেছিল তার দল চেলসি। কিন্তু দমে যাননি হ্যাজার্ড। বরং নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন বেলজিয়ামের এই তারকা ফুটবলার। চলতি মৌসুমে চেলসির সাফল্যে অবিচ্ছেদ্য অংশ তিনি। লীগ টেবিলে সাত পয়েন্টের ব্যবধানে শীর্ষে থেকে বর্তমানে শিরোপার পথে দারুণভাবে এগিয়ে যাচ্ছে ব্লুজরা। ৩১ ম্যাচ খেলে তাদের সংগ্রহে ৭৫ পয়েন্ট। মৌসুম শেষ হতে তাদের হাতে আর মাত্র সাতটি ম্যাচ বাকি। এখন পর্যন্ত ২৯টি লীগ ম্যাচে ১৪টি গোল নিজে করেছেন হ্যাজার্ড। আর সতীর্থদের দিয়ে আরও পাঁচটি গোল করিয়েছেন তিনি। যে কারণেই এবার ইংলিশ ফুটবলের বর্ষসেরার দৌড়ে অনেক এগিয়ে এডেন হ্যাজার্ড। এদিকে বর্ষসেরার দৌড়ে জ¬াতান ইব্রাহিমোভিচের নাম উঠে আসলেও অবশ্য চমকের কিছু থাকবে না। গত বছরের জুলাইয়ে প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে ওল্ডট্র্যাফোর্ডে পাড়ি জমান তিনি। এরপর থেকেই ম্যানইউর আক্রমণভাগে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন ইব্রাহিমোভিচ।
×