ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেরেমি টেইলর অবসর ভেঙ্গে ফিরছেন

প্রকাশিত: ০৫:০৫, ১৪ এপ্রিল ২০১৭

জেরেমি টেইলর অবসর ভেঙ্গে ফিরছেন

স্পোর্টস রিপোর্টার ॥ হুট করেই সিদ্ধান্তটা নিয়েছিলেন। গত বছর জানিয়ে দিয়েছিলেন আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। কিন্তু ৯ মাস পেরোতেই আবার ফেরার ঘোষণা দিলেন জেরেমি টেইলর। ৩২ বছর বয়সী ওয়েস্ট ইন্ডিজের এ পেসার জানিয়েছেন তিন ফরমেটের ক্রিকেটেই আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য আবারও প্রস্তুত তিনি। ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে ৪৬ টেস্ট, ৮৫ ওয়ানডে ও ২৩ টি২০ খেলেছেন টেইলর। জাতীয় দলে মোটামুটি নিয়মিতই হয়ে গিয়েছিলেন। কিন্তু গত বছর তিনি অবসরের ঘোষণা দেন। অনেকেই কিছুটা আশ্চর্য হয়েছিলেন তার সে ঘোষণায়। কারণ বয়স খুব বেশি হয়নি এবং পারফর্মেন্সও খুব বাজেভাবে পড়ে যায়নি। অবশেষে নিজেই আবার ঘোষণা দিলেন অবসর ভেঙ্গে ফিরে আসার। বর্তমানে সফরকারী পাকিস্তানের বিরুদ্ধে হোমসিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু ২১ এপ্রিল। এর আগে টেইলরের অবসর ভাঙ্গার ঘোষণা ক্যারিবীয় বোর্ডের জন্য নতুন বিকল্প খুলে দিল পেস বিভাগের শক্তি বাড়ানোর ক্ষেত্রে। টেইলর অবসর বাতিল করে ফেরার বিষয়ে বলেন, ‘আমি বিশ্বাস করি এখনও আমার মধ্যে অনেক ক্রিকেট অবশিষ্ট আছে। এটাও জানি যে টেস্ট আঙ্গিনায় ওয়েস্ট ইন্ডিজকে আরও অনেক কিছুই দিতে সক্ষম হব আমি।’ গত জুলাইয়ে অবসর নিয়েছিলেন টেইলর। ৩৪.৪৬ গড়ে তিনি ১৩০ উইকেট শিকার করেছেন। তিনি বলেন, ‘আমি যদি নির্বাচিত হই, অবশ্যই নিজের সর্বোচ্চটা দেয়ার প্রচেষ্টা করব। আমাদের এখন কিছু তরুণ খেলোয়াড় আছে এই মুহূর্তে। আমি বিশ্বাস করি নিজের অভিজ্ঞতা দিয়ে দলকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভিন্ন মাত্রা যোগ করতে পারব।’ ব্যাট হাতেও বেশ ভাল কিছু করার দক্ষতা আছে টেইলরের। ২০০৮ সালে নিউজিল্যান্ড সফরে ১০৬ রানের একটি ইনিংস খেলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কোর্টনি ব্রাউন সাধুবাদ জানিয়েছেন টেইলরের সিদ্ধান্তকে। তিনি বলেন, ‘এটা খুবই ভাল ব্যাপার যে জেরেমি অবসর থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। আবারও নিজেকে টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে। আমাদের যত সম্পদ ও মেধা আছে সবদিকেই আমাদের নজর আছে। তার সামর্থ্য ও অভিজ্ঞতা অবশ্যই এক্ষেত্রে বাড়তি মাত্রা যোগ করল।’
×