ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইনজুরি কাটিয়ে আইপিএলে বিরাট কোহলি

প্রকাশিত: ০৫:০৪, ১৪ এপ্রিল ২০১৭

ইনজুরি কাটিয়ে আইপিএলে বিরাট কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত মাসে দারুণ এক সিরিজ চলছিল। খেলার ফলাফলের সঙ্গে সঙ্গে ছিল আলোচনা, বিতর্কে জমজমাট টেস্ট সিরিজে চরম উত্তেজনা। তিন টেস্ট শেষে তখন ১-১ সমতা। রাঁচিতে অনুষ্ঠিত ড্র হওয়া তৃতীয় টেস্টে কাঁধে আঘাত পেয়েছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংস ব্যাট করলেও সিরিজ নির্ধারণী চতুর্থ টেস্টে আর তাকে দেখা যায়নি। ওই সময় নিন্দুকেরা গুঞ্জন তুলেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলা নিশ্চিত করতেই বিশ্রাম নিয়েছেন ভারতীয় অধিনায়ক। কিন্তু এক সপ্তাহেরও বেশি পেরিয়ে গেছে এখন পর্যন্ত মাঠে নামেননি কোহলি। তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৩ ম্যাচ খেলেছে। তবে এখন পুরোপুরি ইনজুরিমুক্ত হয়েছেন ক্যাপ্টেন কোহলি। আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই আবার ফিরবেন মাঠে। সফরকারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবার তেমন সুবিধা করতে পারেননি ব্যাটসম্যান কোহলি। তার নেতৃত্বে অপ্রতিরোধ্য হয়ে ওঠা দলটিও প্রথম টেস্টে বিশাল পরাজয়বরণ করে। অবশ্য পরের টেস্টেই ঘুরে দাঁড়িয়েছিল ভারত। জয় তুলে নেয়। সেই টেস্টে ডিআরএস নিয়ে বিতর্ক ঘিরে ধরেছিল কোহলিকে। ব্যাট হাতে এবারও ব্যর্থ হয়েছেন। বেশ চাপেই ছিলেন তিনি। রাঁচিতে অনুষ্ঠিত তৃতীয় টেস্ট আরও বড় দুর্দশা বয়ে আনল তারজন্য। ম্যাচের প্রথমদিনই পড়লেন ইনজুরির কবলে। বাউন্ডারি বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন। আর তাতেই আঘাত পান কাঁধে। এরপর থেকে আর ফিল্ডিংয়ে নামেননি তিনি। কিন্তু ব্যাটিং করেছিলেন। রাঁচি টেস্ট শেষ পর্যন্ত ড্র হয়। সিরিজ নির্ধারণী চতুর্থ ও শেষ টেস্টের আগে অনুশীলনে একদিন পুরোপুরিই অনুপস্থিত ছিলেন। পরেরদিন অনুশীলনে আসলেও কাঁধে প্যাঁচানো স্ট্র্যাপ নিয়ে হাল্কা ফিল্ডিং প্র্যাকটিস ছাড়া আর কিছুই করেননি। তাই আগেভাগেই সিরিজ নির্ধারণী টেস্টে কোহলির খেলা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত সেটাই সত্য হয়, ধর্মশালায় নামেননি তিনি। কোহলির পরিবর্তে অজিঙ্কা রাহানে দলকে নেতৃত্ব দিয়ে অবশ্য দলকে জিতিয়েছেন। তবে প্রতি মুহূর্তেই কোহলিকে মিস করেছে টিম ইন্ডিয়া। সমালোচক আর নিন্দুকদের মুখ বন্ধ রাখা যায়নি। অনেকেই কুৎসা রটিয়েছিলেন আসন্ন আইপিএলে খেলার জন্য নিজেকে ফিট রাখতেই খেলেননি কোহলি। কিন্তু সেসব মিথ্যা। আইপিএলের শুরু থেকেই অনুপস্থিত ছিলেন তিনি। কোহলির পরিবর্তে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন নেতৃত্ব দিয়েছেন। তবে ৩ ম্যাচ খেলে ব্যাঙ্গালুরু জিততে পেরেছে মাত্র ১ ম্যাচ। এবার তাদের জন্য বড় সুখবর হচ্ছে পরের ম্যাচেই ফিরছেন কোহলি। আজ মুম্বাইয়ের বিরুদ্ধে তার অধীনে মাঠে নামবে ব্যাঙ্গালুরু। ভারতীয় দলের মেডিক্যাল টিম জানিয়েছে যে কোন মুহূর্ত থেকে খেলার জন্য পুরোপুরি ফিট কোহলি। গত মৌসুমে তার নেতৃত্ব রানার্সআপ হয়েছিল ব্যাঙ্গালুরু। ব্যাট হাতে দুরন্ত ছিলেন। গত আসরে কোহলির ব্যাট থেকে আসে ৮১.০৮ গড়ে ৯৭৩ রান। স্ট্রাইক রেটও ১৫২.০৩। কোহলি ফিরলে ব্যাঙ্গালুরু উজ্জীবিত হবে নিঃসন্দেহে। শক্তিটাও বৃদ্ধি পাবে। নিজেদের ভাল একটি অবস্থানে নিয়ে যাওয়ার পথ সুগম হওয়ারও প্রত্যাশা করছে দলটি।
×