ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একক চরিত্রাভিনয়ের চ্যালেঞ্জ মোকাবেলা আমার জন্য আনন্দের ॥ শামছি আরা সায়েকা

প্রকাশিত: ০৪:০০, ১১ এপ্রিল ২০১৭

একক চরিত্রাভিনয়ের চ্যালেঞ্জ মোকাবেলা আমার জন্য আনন্দের ॥ শামছি আরা সায়েকা

অভিনেত্রী সৈয়দা শামছি আরা সায়েকা। নৃত্য দিয়ে শিল্পাঙ্গনে প্রবেশ করে আপন মহিমায় মঞ্চকে আলোকিত করে চলেছেন দীর্ঘদিন। স্কুলজীবন থেকে পদাতিক নাট্য সংসদে (টিএসসি) থেকে সফলতার সঙ্গে নাটকের মঞ্চায়নও করেছেন একাধিক। সংগঠনটির আয়োজনে শিল্পকলা একাডেমিতে উদযাপিত হচ্ছে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব। সপ্তাহব্যাপী এ উৎসবের আজ শেষদিন। এ উৎসব ও নাটক সম্পর্কে কথা হয় তার সঙ্গে। এই উৎসবে দুটি নাটকে আপনার অভিনয়, বিষয়টি নিয়ে বলুন। শামছি আরা সায়েকা : দেখুন এই উৎসবে মোট প্রদর্শিত নাটকের সংখ্যা বারো। এর মধ্যে আমার দল পদাতিক নাট্য সংসদ দুটি নাটক করেছে। একক অভিনীত নাটক ‘গহণযাত্রা’ এবং দলগত অভিনয়ের নাটক ‘কালরাত্রি’। ‘গহণযাত্রা’ নাটকে সালমা নামের মেয়েটির ওপর সংগঠিত নির্মমতা এবং ঘৃণার বিপরীতে সালমার ক্ষমা প্রদর্শনের বৈপরীত্য তুলে ধরার একক চরিত্রাভিনয়ের চ্যালেঞ্জ মোকাবেলা আমার জন্য সত্যিই আনন্দের। উপরন্তু গৌতম হালদারের চৌম্ববকীয় অভিনয় আকর্ষণকে মাথায় রেখেও যে দর্শক নাটকটি দেখলেন তা আমাকে নানাভাবেই ভাবাচ্ছে। আর ‘কালরাত্রি’ নাটকে দলগত অভিনয় শিল্পীদের সঙ্গে রেনুবালা চরিত্রটি ফুটিয়ে তোলা এক অর্থে স্বাধীনতার জন্য ত্যাগের মাহাত্ম্যকে অনুধাবন করা। উৎসবে আপনার রচিতও নির্দশিত পথনাটক ছিল। শামছি আরা সায়েকা : হ্যাঁ। আমার রচিত ও নির্দেশিত পথনাটক ‘পরিচয়’। সমাজের নানান অসঙ্গতি তুলে ধরা হয়েছে নাটকটিতে। মূল ক্লাস থেকে কোচিং মুখ্য, গরিবেরর জন্য টাকা তুলে ধনীর আত্মসাৎ, স্বাস্থ্য সেবাকে পুঁজি করে ব্যবসা প্রধান প্রভৃতি বৈষম্যমূলক ঘটনা নিয়েই নাটকটি। নাটকটি উৎসবে প্রথমদিন ছিল। এবারের সম্মাননা পদক প্রদান নিয়ে বলুন। শামছি আরা সায়েকা : অষ্টমবারে মতো এই উৎসব আয়োজনে যে ষোলো জন পদক পেলেন যাঁরা সকলেই বাংলাদেশের নাট্যঙ্গনের প্রথিতযশা। প্রত্যেকেরই রয়েছে নাট্য শিল্প বিকাশে ভূমিকা এবং গ্রুপ থিয়েটার আন্দোলনে অবদান। ঢাকার বাইরের নাট্যদলগুলোর মঞ্চায়ন কেমন ছিল? শামছি আরা সায়েকা : কলকাতা থেকে আগত কার্টেন কল দুটি নাটক মঞ্চায়ন করে। ‘পড়শি বসত করে’ এবং ‘অন্তবিহীন’। আমার অভিনয় থাকায় ‘পরশি বসত করে’ সবটা দেখতে পারিনি। তবে মঞ্চে আরও বেশিক্ষণ গৌতম হালদারের উপস্থিতি আশা করেছিল দর্শক ‘অন্তবিহীন’ নাটকের বিষয় বহুলচর্চিত। ময়মনসিংহের অন্বেষা থিয়েটারের নাটক ‘ভানু সুন্দরী’ রসপূর্ণ ছিল। উৎসবে সেমিনার নেই কেন? শামছি আরা সায়েকা : এবার নেই কিন্তু দল মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আগামীতে থাকবে। নাটকের গতিময়তার স্বার্থেই ভাবনা চিন্তার প্রয়োজন আছে এবং সে কারণে উৎসবে সেমিনার বিশেষ প্রয়োজন। উৎসবের সমাপ্তিক্ষণের ভাবনা। শামছি আরা সায়েকা : সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতিকে আঁকড়ে আমরা একটা চমৎকার সময় পেলাম। অনেকের কথায় অনেক ইতিহাস ফিরে এলো, অনেক প্রযোজনা দেখা হলো, নতুন নতুন ভাবনাও এলো। তার মধ্যে একটা এমন, মঞ্চে যেভাবে স্ক্রিপ্ট অনুবাদ হয়, রূপান্তর হয়, সেভাবে যদি অভিনেতা-অভিনেত্রীর মঞ্চ আহ্বান আসে অর্থাৎ একই মঞ্চে একই সাথে যদি ভিন্ন ভিন্ন দেশের অভিনেতা-অভিনেত্রী অভিনয় করে তবে কেমন হয়। ভাবতেই মন ভরে যায় আনন্দে। -গৌতম পাণ্ডে
×