ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারের উন্নয়নে দুই স্টক একচেঞ্জ একসঙ্গে কাজ করবে

প্রকাশিত: ০৩:৫৪, ১১ এপ্রিল ২০১৭

পুঁজিবাজারের উন্নয়নে দুই স্টক একচেঞ্জ একসঙ্গে কাজ করবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের উন্নয়নে দেশের দুই স্টক এক্সচেঞ্জ একসঙ্গে কাজ করবে। সোমবার সন্ধ্যায় দুই স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই ঘোষণা দেয়া হয়। এর আগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল ডিএসইর চেয়ারম্যান ড. আবুল হাশেমের সঙ্গে সাক্ষাত করেন। এই সময়ে ডিএসই পরিচালনা পর্ষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। বৈঠকে ডিএসই’র চেয়ারম্যান বলেন, গত দিনগুলোতে উভয় স্টক এক্সচেঞ্জ দেশের পুঁজিবাজার উন্নয়নে একসাথে কাজ করেছে। যার ফলে পুঁজিবাজার আজকের এই গৌরবময় অবস্থানে পৌঁছেছে। তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের স্বার্থে যে কোন উন্নয়নমূলক কর্মকা- যৌথভাবে প্রস্তাব দেয়া হলে তার গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পায় এবং বাস্তবায়নের গতিও বৃদ্ধি পায়। পরে ঢাকা স্টক এক্সচেঞ্জে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটওয়ারী একটি প্রস্তাবগুচ্ছ তুলে ধরেন। এতে বলা হয়েছে, আগামী তিন অর্থবছরের জন্য উভয় স্টক এক্সচেঞ্জের শতভাগ কর মওকুফ সুবিধা, উভয় এক্সচেঞ্জের ৬০ শতাংশ শেয়ার বিক্রি থেকে এককালীন মূলধনী আয়ের ওপর কর অবকাশ সুবিধা, তালিকাভুক্ত কোম্পানি থেকে তালিকাবহির্ভূত কোম্পানির কর্পোরেট কর হারের ব্যবধান কমপক্ষে ১০ শতাংশে বৃদ্ধি করা, নতুন তালিকাভুক্ত কোম্পানির জন্য কমপক্ষে ৩ বছর কর অবকাশ সুবিধা, ৫৩ বিবিবি ধারায় কর হার শতকরা ০.০৫ থেকে কমিয়ে ০.০১৫ করা ও করমুক্ত লভ্যাংশ আয় ২৫ হাজার টাকা থেকে ১ লাখ টাকায় উন্নীত করা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এ. সাইফুর রহমান মজুমদার বলেন, অর্থনৈতিক উন্নয়নে আরও কিছু প্রস্তাব তুলে ধরেন। যার মধ্যে রয়েছে পুঁজিবাজার রক্ষা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প রক্ষা, আগামী জাতীয় বাজেটে পুঁজিবাজার উন্নয়নে সুনির্দিষ্ট ও কৌশলগত দিক নির্দেশনার উপস্থিতি এবং স্বল্প, মধ্য, দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ ও তার বাস্তবায়ন ইত্যাদি। সিএসইর প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শামিম চৌধুরী, এনডব্লিউসি, পিএসসি (অব), অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, এফসিএমএ মেজর (অব) এমদাদুল ইসলাম এবং ডিএসইর পক্ষে পরিচালক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, মিসেস মনোয়ারা হাকিম আলী, ওয়ালিউল ইসলাম, অধ্যাপক ড. মোঃ এম কায়কোবাদ, অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান, মোঃ রকিবুর রহমান, মোঃ শাকিল রিজভী, শরীফ আতাউর রহমান ও মোঃ হানিফ ভূইয়া।
×