ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ভৈরবে আধিপত্য নিয়ে সংঘর্ষ ॥ নিহত এক, আহত ৩০

প্রকাশিত: ০৪:১৩, ৯ এপ্রিল ২০১৭

ভৈরবে আধিপত্য নিয়ে সংঘর্ষ ॥ নিহত এক, আহত ৩০

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ৮ এপ্রিল ॥ শনিবার দুপুরে ভৈরবের রসুলপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে মোবারক হোসেন (১৮) নামে এক কিশোর নিহতসহ আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। সংঘর্ষে কয়েকটি বাড়িঘর ভাংচুর করা হয়েছে। সাদেকপুর ইউপির আওয়ামী লীগ সভাপতি কৃপনবাড়ির ফজলু চেয়ারম্যান ও একই গ্রামের নূরার বাড়ির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। উভয় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে ফজলু চেয়ারম্যান বাড়ি ও একই এলাকার নূরার বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে দফায় দফায় সংঘর্ষ চলে আসছে। এরই জের ধরে শনিবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নিহত হয় কৃপনবাড়ির মোবারক। তার পিতার নাম মৃত্যু নুরুল ইসলাম। আহতদের ভৈরব, কুলিয়ারচর ও বাজিতপুরের জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। মাগুরায় আহত ২৩ নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, শনিবার সকালে মাগুরায় পৃথক সংঘর্ষে ২৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই মহিলাসহ ১১ জনকে মাগুরা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলো শহিদুজ্জামান, ধলা মিয়া, শামী ম-ল, রহিমা খাতুন, আয়েত আলী, আলিম মোল্লা, মনিরুল মোল্লা, জহির মোল্লা, ওসমান মোল্লা, জলিল মোল্লা ও তহুরা বেগম। পুলিশ এক ইউপি মেম্বারসহ ১৬ জনকে গ্রেফতার করেছে। জানা যায়, মহম্মদপুর উপজেলার ঝগড়দিয়া গ্রামে মাহবুবুর রহমানের সঙ্গে হায়াৎ খানের নেতৃত্বাধীন দুদলের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ চলে আসছে। শনিবার সকালে স্থানীয় চায়ের দোকানে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সালিশে কথার এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। অন্যদিকে একই দিনে শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউপির কুপুড়িয়া গ্রামে গরু ক্ষেতের পেঁয়াজ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। আহত ওসমান মোল্লা, জলিল মোল্লা, তহুরা বেগম নামে ৩ জনকে মাগুরা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×