ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারতের মঞ্চে ‘নদ্দিউ নতিম’ নাটকের দুই প্রদর্শনী

প্রকাশিত: ০৫:৪০, ৮ এপ্রিল ২০১৭

ভারতের মঞ্চে ‘নদ্দিউ নতিম’  নাটকের দুই প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে ম্যাড থেটারের ‘নদ্দিউ নতিম’ নাটকটি দেশের দর্শকের মন জয় করেছে। মঞ্চে আসার পর থেকে এটি নিয়মিত প্রদর্শিত হচ্ছে। এবার দেশের বাইরের দর্শক উপভোগ করবেন নাটকটি। ভারতের অসম ও ত্রিপুরায় মঞ্চস্থ হতে যাচ্ছে ‘নদ্দিউ নতিম’। নাটকটি ম্যাড থেটারের প্রথম প্রযোজনা। ভারতের দুটি মঞ্চে নাটক মঞ্চায়নের লক্ষে শুক্রবার ভারতের উদ্দেশে যাত্রা করেছে ম্যাড থেটারের ৫ সদস্যের দলটি। আগামী ৯ এপ্রিল অসমের গৌহাটিতে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র ও ১১ এপ্রিল ত্রিপুরার আগরতলায় রবীন্দ্র ভবনে ‘নদ্দিউ নতিম’ নাটকের মঞ্চায়ন হবে। ৫ সদস্যের দলটি আগামী ১৩ এপ্রিল দেশে ফিরবে। হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে ‘নদ্দিউ নতিম’ নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। নাটকের তিনটি চরিত্রে অভিনয় করছেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত। নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান, আবহসঙ্গীত আর্য মেঘদূত, আলোক নিয়ন্ত্রণে গর্গ আমিন ও আবহসঙ্গীত নিয়ন্ত্রণ সোহেল খান। ‘নদ্দিউ নতিম’ নাটকের গল্পে দেখা যায় একটি পত্রিকায় টিউটর প্রয়োজন শীর্ষক বিজ্ঞাপনে আকর্ষণীয় বেতনের বিষয়টি দেখে একজন কবি একজন মানসিক প্রতিবন্ধী শিশুর শিক্ষক হন। পরে শিক্ষকের কর্মকান্ডে অভিভাবকেরা অসন্তুষ্ট হওয়ায় একসময় কবিকে বরখাস্ত করা হয়। কিন্তু বিশেষ বৈশিষ্ট্যের কারণে প্রতিবন্ধী শিশুটি কবিকে ভুলতে পারে না। শিশুটি কবির সঙ্গে কথা বলতে আগ্রহী, কিন্তু সে সুযোগ তো আর নেই। কবি চলে গেছেন। বাচ্চাটি জেদ ধরে; সে কথা বলবেই বলবে। একপর্যায়ে কবির সঙ্গে কথা বলার সুযোগ হয় শিশুটির। সে তখন কবির সঙ্গে তার জীবনের একটি গোপন বিষয় ভাগাভাগি করে, যে গোপন বিষয়টির জন্য শেষ পর্যন্ত কবিকে প্রাণ দিতে হয়। ‘নদ্দিউ নতিম’-নাটক প্রসঙ্গে নির্দেশক আসাদুল ইসলাম বলেন, এ নাটকে একজন শিশুর সত্যবোধকে বাঁচিয়ে রাখার জন্য একজন কবির নির্বিকার আত্মাহুতির চিত্রটি ফুটিয়ে তুলতে চেয়েছি। আমার আনন্দ এই যে ঢাকার দর্শকরা নাটকটি গ্রহণ করেছেন। এবার ভারতে দর্শকদের কাছে নাটকটি তুলে ধরব। এ জন্য সবার কাছে দোয়া চাই। প্রসঙ্গত, ২০১৫ সালের ৩০ অক্টোবর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার ‘নদ্দিউ নতিম’ নাটকের উদ্বোধনী প্রদর্শনীর মধ্য দিয়ে ম্যাড থেটারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রথম প্রদর্শনীতেই নাটকটি প্রশংসিত হয়। এর অসংখ্য দর্শকের আকুণ্ঠ প্রশংসা কুড়িয়েছে নাটকটি। এবার দেশের বাইরে সুনাম অর্জন করতে যাচ্ছে নাটকটি।
×