ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টি২০তেও মিরাজের অভিষেক

প্রকাশিত: ০৬:৩৪, ৭ এপ্রিল ২০১৭

টি২০তেও মিরাজের অভিষেক

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার ম্যাচ শুরুর আগ পর্যন্তই কত জল্পনা-কল্পনা। মাশরাফির পর আরেক সিনিয়র ক্রিকেটার অবসর নিতে চলেছেন। একাদশের বাইরে থাকছেন তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে যখন এসব নিয়ে আলোচনা, তখন প্রশ্নও উঠতে শুরু করে দেয়, কে তিনি? সবার মনের ভেতর তিনটি নামই ঘুরপাক খায়। মুশফিকুর রহীম নয়তো? কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ? কিংবা তামিম ইকবাল? মুশফিক ও তামিমের নাম সবার মুখে আসার কারণ, মাশরাফির সঙ্গে এ দুইজনই টি২০’র সঙ্গে মানানসই নন বলে কোচ চন্দ্রিকা হাতুরাসিংহের নোটবুকে আছে। এমনটি মাশরাফির অবসরের ঘোষণার পর শোনা গেছে। তাই মুশফিক, নয়তো তামিমই হবেন। কিন্তু এ দুইজন না হলে সিনিয়র ক্রিকেটার হিসেবে থাকেন শুধু মাহমুদুল্লাহই। আসলে জল্পনার মধ্যেই সব সীমাবদ্ধ থাকে। কোন অবসরের ঘোষণা আসেনি। যা হয়েছে তামিমকে কোমরের ব্যথার জন্য একাদশের বাইরে রাখা হয়েছে। তার পরিবর্তে খেলেছেন ইমরুল কায়েস। আর তাসকিনকে বিশ্রামে রাখা হয়। তার পরিবর্তে স্পিনার মেহেদী হাসান মিরাজকে ঝালিয়ে নেয়া হয়। আর তাই টেস্ট, ওয়ানডের পর বৃহস্পতিবার মিরাজের টি২০ ক্রিকেটেও অভিষেক হয়ে যায়। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে হারে বাংলাদেশ। সেই ম্যাচেই কোমরের ব্যথা নিয়ে খেলেন তামিম। ব্যথা দ্বিতীয় টি২০ ম্যাচ শুরুর আগেও কমেনি। আর তাই তামিমকে নিয়ে কোন ঝুঁকিতে যায়নি টিম ম্যানেজমেন্ট। অন্যদিন সবার আগে নেটে ব্যাটিং করার সুযোগ পান তামিম। কিন্তু বৃহস্পতিবার ম্যাচ শুরুর আগে নেটে তামিম নন, ইমরুল ব্যাট করার সুযোগ পান। তামিম মাঠে ঘুরে বেড়ান। তাতেই নিশ্চিত হয়ে যায়, তামিম খেলছেন না।
×