ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

লা লিগায় মেসি ও মোরাতার রঙিন রাত

প্রকাশিত: ০৬:২৯, ৭ এপ্রিল ২০১৭

লা লিগায় মেসি ও মোরাতার রঙিন রাত

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় সহজ জয় পেয়েছে দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা। বুধবার রাতে এ্যাওয়ে ম্যাচে রিয়াল ৪-২ গোলে হারিয়েছে স্বাগতিক লেগানেসকে। এই ম্যাচে ছিলেন না ‘বিবিসি’ খ্যাত তিন তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, গ্যারেথ বেল ও করিম বেনজামা। কিন্তু তাতে কি। আলভারো মোরাতার হ্যাটট্রিকে শীর্ষস্থান ধরে রেখেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। ম্যাচে পুরোপুরি ছিলেন না রোনাল্ডো-বেল। তবে দ্বিতীয়ার্ধে খেলেন বেনজামা। আরেক ম্যাচে প্রাণভোমরা লিওনেল মেসির জোড়া ও লুইস সুয়ারেজের লক্ষ্যভেদে বার্সিলোনা ৩-০ গোলে হারিয়েছে সেভিয়াকে। এই ম্যাচে দুই গোল করে ‘দাড়ি’ রাখার পর ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচটিতে মাইলফলক স্পর্শ করেছেন মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তাও। কাতালানদের হয়ে স্প্যানিশ তারকা খেললেন ৭০০তম ম্যাচ। শুধু তাই নয়, নিজেদের ক্লাব ইতিহাসে অনন্য মাইলফলক স্পর্শ করেছে বার্সিলোনা। হোম ভেন্যু ন্যুক্যাম্পে ৮০০তম লীগ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে স্প্যানিশ পরাশক্তিরা। ২৯ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল। আর এক ম্যাচ বেশি খেলে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা। আগামী ১৮ দিনের গুরুত্বপূর্ণ এ্যাসাইনমেন্টকে সামনে রেখে রিয়াল কোচ জিনেদিন জিদান বিশ্রামে রাখেন রোনাল্ডো ও বেলকে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা আগামী কয়েকদিনে ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে আতিথ্য দিবে এ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সিলোনাকে। এছাড়া চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে পুরনো প্রতিদ্বন্দ্বী বেয়ার্ন মিউনিখের বিরুদ্ধেও লড়াইয়ে নামবে জিদান বাহিনী। এ কারণে সেরা তারকাদের বিশ্রাম দেন রিয়াল বস। ম্যাচের ১৫ মিনিটে তিনজন লেগানেস ডিফেন্ডারকে কাটিয়ে আসেনসিওর ঝড়োগতির একটি আক্রমণ থেকে পাওয়া বলে রড্রিগুয়েজ প্রথম গোল করেন রিয়ালের হয়ে। চলতি মৌসুমে কলম্বিয়ান তারকার এটা ষষ্ঠ গোল। এর পরের গল্প শুধুই মোরাতার। ২৩ মিনিটের মধ্যেই প্রথমে হেড থেকে ও পরে মাটেও কোভাচিচের পাস থেকে রিয়ালকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন মোরাতা। বিরতির আগে স্বাগতিকরা কিছুক্ষণের জন্য হলেও জ্বলে ওঠার সুযোগ গ্যাব্রিয়েল পিরেস ও লুসিয়ানো নেভেসের দুই গোলে। মাত্র তিন মিনিটের ব্যবধানে এই দুই গোলে বিরতির আগে মাদ্রিদকে স্বস্তি দেয়নি লেগানেস। তবে ৪৮ মিনিটে মোরাতার তিন নম্বর গোলে রিয়ালের জয় নিশ্চিত হয়ে যায়। ম্যাচ শেষে রিয়াল কোচ জিদান রোনাল্ডো-বেলের বিশ্রাম প্রসঙ্গে বলেন, আমার জন্য এটা মোটেই ঝুঁকি নেয়ার মতো কোন ঘটনা নয়। কারণ আমার হাতে আছে দারুণ একটি দল। আমাকে প্রায়ই রিজার্ভ ও মূল একাদশ নিয়ে প্রশ্ন শুনতে হয়। কিন্তু একটি কথাই আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমরা সবাই এক। আমরা একসাথে দারুণ কাজ করছি। কিন্তু এখনও আমাদের অনেক দূর পথ পাড়ি দিতে হবে এবং এজন্য আমাদের সকল খেলোয়াড়ের সহযোগিতা প্রয়োজন। তিনটি বড় ম্যাচ সামনে রেখে দলের শক্তি সংরক্ষণের কারণেই জিদান লিগানেসের বিরুদ্ধে অন্যভাবে সাজিয়েছিলেন তার একাদশ। ব্যাপারটিকে ‘জুয়া’ হিসেবে ধরে নেয়া যেতেই পারে। তবে সেটি যাই হোক জিদানের একাদশ তাকে আনন্দই উপহার দিয়েছে। রাউল গঞ্জালেসের পর রিয়ালের প্রথম স্প্যানিশ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেছেন মোরাতা। ন্যুক্যাম্পে ক্লাব ও দেশের হয়ে দুই ম্যাচ নিষিদ্ধ থাকার পর মাঠে ফিরেই নিজেকে প্রমান করেছেন মেসি। ২৭ ও ৩৩ মিনিটে তার দেয়া দুই গোলেই সেভিয়ার হার নিশ্চিত হয়। এর আগে ২৫ মিনিটে লুইস সুয়ারেজ গোল করে বার্সিলোনাকে এগিয়ে নেন। এই ম্যাচে সেভিয়া কোচ জর্জ সাম্পাওলির সামনে শেষ সুযোগ ছিল মৌসুম শেষে বার্সিলোনার দায়িত্বে নিজেতে প্রতিষ্ঠিত করা। কিন্তু টানা ষষ্ঠ লীগ ম্যাচে জয়বিহীন থাকা সেভিয়া এখন এ্যাটলেটিকো মাদ্রিদের থেকে তিন পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থান থেকেও ছিটকে পড়ার শঙ্কায় পড়েছে। যদিও ম্যাচে প্রথম দুটি ভাল সুযোগ নষ্ট করেছে সেভিয়া। স্টিভেন এন’জোনজি ও ভিটোলো সুযোগ দুটো নষ্ট করেন। দাড়ি রেখে মেসির মাঠে নামার শুরু গত বছরের শতবর্ষী কোপার আসর থেকে। নতুন রূপ তার পারফর্মেন্সকে যেন করেছে আরও উন্নত। আর্জেন্টিনা ও বার্সিলোনার হয়ে খেলছেন দারুণ, গোলও পেয়ে যাচ্ছেন নিয়মিত। কোপা আমেরিকা থেকে পরশু স্প্যানিশ লীগে সেভিয়ার বিরুদ্ধে দাড়ি রেখে করে ফেলেছেন অর্ধশতক গোল। এই দুই গোলে ‘দাড়িওয়ালা’ মেসির গোল হয়ে গেছে ৫১টি।
×