ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রুহুল আমিন ভূঁইয়া

শাকিব-পাওলির ‘সত্তা’

প্রকাশিত: ০৬:৩৫, ৬ এপ্রিল ২০১৭

শাকিব-পাওলির ‘সত্তা’

‘সত্তার সৃষ্টিতে, সম্ভাবনার বৃষ্টিতে’ নিজেকে হারাই আবার নিজেকে খুঁজি, এভাবেই জীবন চলছে রোজই। কখনও হয়ত খুঁজে পাই নিজেকে আবার কখনও হারাই। এই পাওয়া না পাওয়ার দোলনায় দুলতে দুলতে জীবন গাড়ি ছুটে চলছে তাঁর নিজ গন্তব্যে। ইহাই জীবন ইহাই বাস্তবতা। ‘পতিতা হই আর যাই হই, মানুষ তো?’ প্রকাশিত ট্রেইলারই বলে দিচ্ছে সিনেমাটির দর্শকদের কাঁদতে হবে। নেশাগ্রস্ত শাকিব আর পতিতা চরিত্রে পাওলির কষ্টমাখা মুখের ৩ মিনিট ১২ সেকেন্ডের দৃশ্যে অন্তত এতটুকু দর্শকের মনে হতেই পারে গতানুগতিক গল্পের থেকে বেরিয়ে নতুন একটি গল্পের চলচ্চিত্র পেতে যাচ্ছে বড়পর্দায় তারা। সঙ্গে নতুন লুকে শাকিব খান ও পাওলির রসায়ন। সংলাপেও দর্শকের মন কাড়ার চেষ্টা ছিল তার, এমনটাই বোঝা গেল। ৩ মিনিট ১২ সেকেন্ডের ট্রেইলারে শাকিবও ইঙ্গিত দিলেন দর্শকদের- ‘আমি শুরু করছি মাত্র, শেষ করবেন আপনারা’। সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে মেধাবী নির্মাতা হাসিবুর রেজা কল্লোল নির্মাণ করেছেন ‘সত্তা’ শিরোনামের চলচ্চিত্রটি। যেখানে সেলুলয়েডের ফিতায় সুপারস্টার শাকিব খান এবং কলকাতার পাওলি দাম খুঁজবেন তাঁদের স্বীয় সত্তাকে। নির্মাণের শুরু“ থেকে অদ্যাবধি ‘সত্তার’ প্রতি দর্শকের রয়েছে প্রচুর আশাবাদ এবং সম্ভাবনা। আগামীকাল সেই সম্ভাবনার বৃষ্টিতে ভিজতে চলে আসুন আপনার পাশের প্রেক্ষাগৃহে। আশা করি, নিরাশ হবেন না। ইতোমধ্যে ছবিটির তিনটি গান প্রকাশ হয়েছে। গত বৃহস্পতিবার প্রকাশ হয় ‘তোর প্রেমেতে’ শিরোনামের নতুন একটি গান। নগর বাউল জেমসের গাওয়া এই গান প্রকাশের আগে থেকেই ছিল আলোচনায়। আর তাই প্রকাশের পরপরই দর্শক- শ্রোতারা গানটি লুফে নিয়েছেন। মাত্র এক দিনের ব্যবধানেই গানটি দেখেছিলেন ২ লাখ ৬০ হাজারের বেশি দর্শক। বাংলা চলচ্চিত্রের গানের ক্ষেত্রে এমনটা দেখা যায়নি আগে। ‘তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে/ বন্ধু তোরে খুঁজে বেড়াই, সকাল দুপুর রাতে/ আগুন জেনেও পুড়লাম আমি, দিলাম তাতে ঝাঁপ/ তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ’ এমন কথার গানটি লিখেছেন ছবির গল্পকার সোহানী হোসেন। সুর ও সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। গানের দৃশ্যে শাকিব খানের অভিনয়ও নজর কেড়েছে সবার। অনেকটা মাতাল রূপে দেখা গেছে তাকে। পাওলি দামের উপস্থিতিও ছিল প্রশংসা পাওয়ার মতো। ছবি ও অনন্য প্রসঙ্গে আনন্দকণ্ঠের সঙ্গে কথা বলেছেন মেধাবী নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। কাজ শুরুর আড়াই বছরের বেশি সময় পর মুক্তি পেতে যাচ্ছে আপনার পরিচালিত ‘সত্তা’ ছবিটি। কেমন লাগছে? খুবই ভাল লাগছে। এত দিন শুধু একটি প্রশ্নই শুনতে হয়েছে ছবিটি কবে মুক্তি পাচ্ছে? কারণ ছবির কাজ যখন শুরু করেছিলাম, তখন থেকেই সবাই ছবিটি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। ফেসবুক ও মুঠোফোনে বারবার ছবি মুক্তির তারিখ জানতে চেয়েছেন। অনেকেই বলেছেন, প্রায় সব ছবিই তো কাজ শুরুর অল্প কয়েক দিনের মধ্যে মুক্তি পায়। আপনার ছবিতে এত সময় লাগছে কেন? আমি সাবার উদ্দেশে একটা কথাই বলতে চাই সব ছবির চেয়ে সওা আলাদা ভিন্ন ধারার একটি ছবি। আমাদের চলচ্চিত্রের ধারা থেকে বেরিয়ে ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। আমি নাম্বার ওয়ান টিম নিয়ে কাজ করেছি। তাদের সবাইকে এক করে একটি ছবি নির্মাণ অনেক কষ্টের। অবশেষে ছবিটি মুক্তি দিতে পেরে বেশ ভাল লাগছে। আশা করছি, দর্শক ছবিটি নিয়ে যে প্রত্যাশা করেছেন সেটা পূরণ হবে। শাকিব খান ব্যস্ত তার পরও তিনি তার জায়গা থেকে সত্তার প্রচারণা চালিয়েছে। পিছিয়ে নেই ছবির নায়িকা পাওলি দামও। ছবির প্রিমিয়ারে শাকিব ও পাওলি উপস্থিত ছিলেন। ছবির কাজ শুরু করেছিলেন ২০১৪ সালে। এত দিনে শাকিব খানের লুক অনেকবার পরিবর্তন হয়েছে। আপনার কি মনে হয় দুই বছর আগের শাকিবকে দেখতে দর্শক হলে যাবেন? অবশ্যই যাবে। কারণ দুই বছর আগে কাজ শুরু করলেও আমি কিন্তু ছবিতে এ সময়ের শাকিবকেই দেখিয়েছি।
×