ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তরুণ তুর্কি ইমরান হোসেন

প্রকাশিত: ০৬:৩৪, ৬ এপ্রিল ২০১৭

তরুণ তুর্কি ইমরান হোসেন

‘আমার পড়ালেখা আর হইবো না, বাজান বলছে কলেজে ভর্তি করানোর টাকা নাই।’ বর্তমান সময়ে সবগুলো স্যাটেলাইট চ্যানেলে একযোগে প্রচারিত হচ্ছে মেঘনা গ্রুপের র‌্যালে সাইকেলের বিজ্ঞাপন। এতে গুণী অভিনেতা আবুল হায়াতের সঙ্গে মডেল হয়েছেন তরুণ তুর্কি ইমরান হোসেন। তরুণ এই মডেল কাম অভিনেতাকে নিয়ে লিখেছেন- শাহেদ পোলেন। ইমরান হোসেন। অভিনয় তাঁর রক্তে। পড়াশোনা করেছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের নাট্যকলা বিভাগে। এরপর ঢাকা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ থেকে দু’দফা মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে শিক্ষক হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এ্যান্ড ফটোগ্রাফি বিভাগে। ২০১৫ সালে মেঘনা গ্রুপের র‌্যালে সাইকেলের একটি বিজ্ঞাপনের মডেল হবার অনুরোধ করেন নির্মাতা মাকমুদ সোহেল। গল্পটা এত অসাধারণ যে রাজি হয়ে যান ইমরান। এরপর সাভারের একটি গ্রামে শুরু হয় চিত্রধারণের কাজ। শুরুতেই গুণী নির্মাতা আবুল হায়াতের সঙ্গে কাজ করবেন ভেবে ভীষণ উচ্ছ্বসিত ছিলেন তিনি। ‘আসলে ছোটবেলা থেকেই উনার অভিনয়ের দারুণ ভক্ত আমি। কাজ করতে গিয়ে দেখলাম মানুষটা দারুণ কো-অপারেটিভ। আমাকে অনেক সহযোগিতা করছিলেন।’ শুটিংয়ে কোন মজার ঘটনা ঘটেছিল কিনা জানতে চাইলে ইমরান জানান, ‘আসলে মজার নয় মর্মান্তিক ঘটনা ঘটেছিল। একটি শট ছিল আমি সাইকেল চালিয়ে আবুল হায়াত আঙ্কেলকে নিয়ে মাঠের মধ্যে দিয়ে যাব। কিন্তু দীর্ঘদিন সাইকেল চালানোর অনভ্যাসের কারণে কিছুদূর গিয়েই সাইকেল নিয়ন্ত্রণ হারাই। তবে হায়াত আঙ্কেল দ্রুত নেমে যাওয়ায় সে যাত্রা রক্ষে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তবে আল্লাহর রহমতে দু’জনেই অক্ষত ছিলাম।’ বিজ্ঞাপনটি ২০১৫ তে নির্মাণ কাজ শেষ হলেও টিভিতে প্রচার শুরু হয়েছে ২০১৭ তে। ‘আমি আসলে আশাই ছেড়ে দিয়েছিলাম। এর আগে আরেকটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছিলাম মূল ভূমিকায়। সেটি ছিল পিঙ্ক ফুডের হেলদি টোস্ট। তবে বিধিবাম সেটি আর আলোর মুখ দেখেনি। এরই মধ্যে দুটো সিনেমা মুক্তি পেয়েছে ইমরান হোসেনের। নির্মাতা আশিকুর রহমানের সিনেমা ‘গ্যাংস্টার রিটার্নস’ এবং ‘মুসাফির’ এ অভিনয় করেছেন তিনি। চ্যানেল ২৪ এ তাঁর অভিনীত পাঁচ পর্বের টেলিছবি ‘ভুডু’ দর্শকনন্দিত হয়েছিল। অভিনয়ই নয় শুধু টিভি অনুষ্ঠান উপস্থাপনাতে ও রেখেছেন মেধার স্বাক্ষর। এসএ টিভির ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান ‘হাইট অব ফ্যাশন’ এর ২০ টির মতো পর্ব উপস্থাপনা করেছেন ইমরান হোসেন। অর্ধ যুগের মতো সময় প্রিন্ট এবং ইলেকট্রোনিক মিডিয়ায় সাংবাদিকতা করেছেন তিনি। তবে বর্তমানে তার ধ্যানজ্ঞান শুধুই শিক্ষকতা। নাট্যকলায় স্নাতক পড়ার সুবাদে মঞ্চে অভিনয় করেছেন অসংখ্য দর্শকনন্দিত নাটক। অভিনয় নিয়ে ভবিষ্যত পরিকল্পনা কি? জানতে চাইলে এই তরুণ মডেল কাম অভিনেতা জানালেন, ‘আসলে ফুলটাইম শিক্ষকতা করে খুব একটা সময় পাওয়া যায় না। তবে মনমতো রোল পেলে অভিনয়টা যে করব না এমনটা নয়। সেটা বিজ্ঞাপনচিত্র অথবা সিনেমা যে কোনটাই হতে পারে। মেধাবী অনেক তরুণ আজকাল ক্রিয়েটিভ এসব মাধ্যমে কাজ করতে আসছেন। তাই সময় এবং সুযোগ মিলে গেলে সেই অভিযাত্রায় অবশ্যই অংশ হতে চাইব।’
×