ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোশাররফ করিম অপর্ণার ‘অভিনয়’

প্রকাশিত: ০৬:৩১, ৬ এপ্রিল ২০১৭

মোশাররফ করিম অপর্ণার ‘অভিনয়’

স্টাফ রিপোর্টার ॥ তরুণ নির্মাতা শাহরিয়ার সুমন রচিত ও পরিচালিত ‘অভিনয়’ নামের একটি খ- নাটকের শূটিং সম্প্রতি শেষ হয়েছে। নাটকের গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম ও অপর্ণা ঘোষ। আরও আছেন মৌটুসি বিশ্বাস, মিলন ভট্ট, কাজী উজ্জল প্রমুখ। নাটকের গল্পে তুলে ধরা হয়েছে আমাদের দৈনন্দিন জীবনের গল্প। নাগরিক সভ্যতার বাসিন্দা মানুষ উৎকৃষ্ট জীবন যাপনের মৌলিক চাহিদা পূরণে প্রতিটি মানুষই প্রতিদিন অর্থের পেছনে ছুটে চলছে পাগলের মতো। ইচ্ছা না থাকলেও প্রতিদিন অফিসের কাজে হাজির হতে হয় তাকে। যথাযথভাবে টাইম মেইন টেইন করতে হয়। মানুষ যেন দিন দিন একটি নির্দিষ্ট এবং একঘেয়ে জীবন সার্কেলে বন্দী হয়ে পরছে। জীবন সংসারে বন্দী এমনি একজন মানুষ রফিক। যে কিনা মুক্ত জীবনের খোঁজে চাকরি ছেড়ে দিয়ে রিক্সাচালক হিসেবে তার পথচলা শুরু করে। যেখানে স্বাধীনভাবে জীবন যাপন করা যাবে। এক সময় অভিনেতার জীবনে পাওয়া না পাওয়ার সংজ্ঞা শুনে অভিনয়ে পা রাখেন রফিক। সেখানেও একটা গি বদ্ধ জীবন তাকে আঁকড়ে ধরে। তাই অভিনয় ছেড়ে দেয় রফিক। তার যুক্তি একটা মানুষ বেঁচে থাকার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন হয় না একটা টাকা হলেও খুব ভাল ভাবে চলে যায়। আমাদের দেশের মানুষে গড় আয় খুব অল্প। অথচ এই দেশে কেউ কোটি কোটি টাকা আয় করছে আবার কেউ এক টাকাও না। মানুষ সমাজে আকাশ-পাতাল তফাৎ। নাটকে এই রকম গল্পই তুলে ধরা হয়েছে। নাটক প্রসঙ্গে পরিচালক শাহরিয়ার সুমন বলেন, ‘অভিনয়’ আমার লেখা প্রথম গল্প। নাটকে সম্প্রতি সময়ের সমাজের গুরুত্বপূর্ণ কয়েকটি দিক তুলে ধরার চেষ্টা করেছি। নাটকে মোশাররফ করিম ভাই এবং অপর্ণাসহ সবাই খুব খেটেছেন। আশা করছি নাটকটির গল্প এবং শিল্পীদের অভিনয় দর্শকদের ভাল লাগবে। পরিচালক আরও জানান আগামী ঈদ উল ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় নাটকটি যে কোন একটা বেসরকারী চ্যানেলে প্রচার হবে। নাটক প্রসঙ্গে অভিনেতা মোশারফ করিম বলেন, ‘অভিনয়’ নাটকটির গল্প একটু ভিন্ন। আমি বলব সাধারণত দর্শকরা আমাকে কমেডি নাটকেই বেশি দেখে। ‘অভিনয়’ নাটকে কমেডি না থাকলেও বিষয়বস্তুর কারণে নাটকটি আলাদা একটি মাত্রা পেয়েছে। নাটকে আমি বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করেছি। আশা করি নাটকটি দর্শকদের ভাল লাগবে। অভিনেত্রী অপর্ণা নাটক প্রসঙ্গে বলেন নাটকের গল্প আমাদের জীবনেরই গল্প। আমরা অভিনয়শিল্পী। সেটাই আমাদের কাজ। এই নাটকেও আমি একজন অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছি। অভিনয়শিল্পী হিসেবে আমাদের পাওয়া না পাওয়া অনেক কিছুই দেখতে পাবেন দর্শক। আশা করি নাটকটি দর্শকদের ভাল লাগবে।
×