ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

‘উত্তরণ দুই বাংলার বর্ষসেরা পুরস্কার’ পেলেন কণা চৌধুরী ও রাশেদ রেহমান

প্রকাশিত: ০৪:০৩, ৩ এপ্রিল ২০১৭

‘উত্তরণ দুই বাংলার বর্ষসেরা পুরস্কার’ পেলেন কণা চৌধুরী ও রাশেদ রেহমান

সংস্কৃতি ডেস্ক ॥ উত্তরবঙ্গের অন্যতম সাহিত্য সংগঠন পাবনার উত্তরণ সাহিত্য আসর প্রতিবছরের মতো এবারও আয়োজন করে ‘দুই বাংলার লেখক সম্মেলন ২০১৭’। এ সম্মেলনে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন জেলা থেকে শত শত কবির উপস্থিতি ছিল বিশেষ লক্ষণীয়। ‘উত্তরণ দুই বাংলার লেখক সম্মেলন ২০১৭’ এর এবারের সেøাগান ছিল ‘লেখকের লেখনী হোক সমাজ সংস্কারের হাতিয়ার’। সম্মেলনে ‘উত্তরন দুই বাংলার বর্ষসেরা আয়োজক’ ও ‘তরুণ কবি সম্মাননা’ প্রদান করা হয় গীতিকবি কণা চৌধুরীকে। এ আয়োজনে ‘উত্তরণ দুই বাংলার বর্ষসেরা বই’ নির্বাচিত হয় উপন্যাস ‘আজিরন বেওয়া’। এ উপন্যাসের লেখক তরুণ কবি রাশেদ রেহমান সম্মাননা পাওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। সম্মাননাপ্রাপ্ত কবি কণা চৌধুরী বলেন, আয়োজকের কাজটি অক্লান্ত পরিশ্রমের। গত বছরও আমি সেরা আয়োজকের পুরস্কার পেয়েছি। কাজটি ভালবেসে করি। এক্ষেত্রে বরাবরই কোয়ালিটি ধরে রাখি। আমার সৌভাগ্য আমি অনেক জনপ্রিয় শিল্পীদের নিয়ে কাজ করি। এটা আমার বড় প্রাপ্তি। এই অর্জনটা আমার একার না সবারই ভালবাসা জড়িয়ে আছে। এপার ওপার বাংলাকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধন্যবাদ জানান সম্পাদক আজাদকে। আলমগীর কবীর হৃদয়কে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।
×