ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় চলচ্চিত্র দিবস আজ

প্রকাশিত: ০৪:০৩, ৩ এপ্রিল ২০১৭

জাতীয় চলচ্চিত্র দিবস আজ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় চলচ্চিত্র দিবস আজ । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। এই দিনকে স্মরণ করে ২০১২ সালে ৩ এপ্রিল প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়। সেই ধারাবাহিকতায় এ বছরও উদযাপন করা হবে দিনটি। এ উপলক্ষে আজ সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিএফডিসির তত্ত্বাবধানে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে। এদিন সকাল ১০টায় বিএফডিসি চত্বরে চলচ্চিত্র দিবসের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধনী অনুষ্ঠানের পর থাকবে র‌্যালি। বিকেল ৩টায় ৮ নম্বর সুটিং ফ্লোরে থাকবে ‘বর্তমান পরিবেশন প্রদর্শন পদ্ধতিই আমাদের চলচ্চিত্রের উন্নয়নের প্রধান অন্তরায়’ শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মূল বক্তব্য উপস্থাপন করবেন সাবেক প্রধান তথ্য কর্মকর্তা ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, মুশফিকুর রহমান গুলজার, খোরদেশ আলম খসরু ও ইফতেখার উদ্দিন নওশাদ। বিকেল ৫টায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া থাকবে স্মরণিকা প্রকাশ, লাইভ টকশো, রেড কার্পেট সংবর্ধনা, মেলা, স্থির চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুল নাচ, নাগর দোলা ও বায়োস্কোপ প্রদর্শনী। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শুধু আমন্ত্রিত ব্যক্তিরাই বিএফডিসির এ চলচ্চিত্র দিবস উপভোগ করতে পারবে। এদিকে চলচ্চিত্র দিবস উপলক্ষে চলচ্চিত্র ও সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। অনুরূপ অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল আইসহ অন্যান্য বেসরকারী চ্যানেল।
×