ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৪ বছরের মধ্যে ইসলামী ব্যাংকের সর্বনিম্ন লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৩:৫৮, ৩ এপ্রিল ২০১৭

১৪ বছরের মধ্যে ইসলামী ব্যাংকের সর্বনিম্ন  লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিগত ১৪ বছরের মধ্যে ২০১৬ সালের ব্যবসায় সর্বনিম্ন লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। লভ্যাংশের এমন খবরে ব্যাংকটির শেয়ার দরে নেতিবাচক প্রভাব পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর ওয়েবসাইট অনুযায়ী, ২০০৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণার পরিমাণ কখনও ২০ শতাংশের নিচে নামেনি। ২০১৫ সালেও যার পরিমাণ ছিল ২০ শতাংশ নগদ লভ্যাংশ। তবে ২০১৬ সালের ব্যবসায় এ লভ্যাংশ নেমে এসেছে ১০ শতাংশে। এ হিসাবে আগের বছরের তুলনায় লভ্যাংশ ঘোষণা অর্ধেকে নেমে এসেছে। এদিকে লভ্যাংশের অবনমনের খবরে রবিবার ব্যাংকটির শেয়ার দরে পতন হয়েছে। এদিন বেলা ১১টা ৪০ মিনিটে ব্যাংকটির শেয়ার দর কমেছে ৫ টাকা বা ১২.১৭ শতাংশ। এ সময় আগের দিনের ৪১.১০ টাকার শেয়ার ৩৬.১০ টাকায় লেনদেন হয়। ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা কমলেও ২০১৬ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। এ সময় সমন্বিত ইপিএস হয়েছে ২.৭৮ টাকা। যার পরিমাণ আগের বছর ছিল ২.১২ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.৬৬ টাকা বা ৩১.১৩ শতাংশ। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে (সমন্বিত) ৩০.৩৪ টাকায়। কোম্পানির ২০১৬ সালের ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৩ মে সকাল ১০টায় ঢাকা ক্যান্টনমেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য ২৩ এপ্রিল রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
×