ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৩:৫৯, ২ এপ্রিল ২০১৭

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ৩৪ দশমিক ৫৭ শতাংশ। একই সঙ্গে কমেছে ডিএসই প্রধান সূচকও। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সদ্যসমাপ্ত সপ্তাহে ৩৭ হাজার ২৫৪ কোটি ৪৫ লাখ ৯৮ হাজার ১৫২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫৬ হাজার ৯৩৪ কোটি ৪০ লাখ ৭ হাজার ৪০৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গত সপ্তাহে লেনদেন কমেছে ৩৪ দশমকি ৫৭ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯৩ দশমিক ৫৮ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৩ দশমিক ৮৫ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১ দশমিক ৪৭ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ১১ শতাংশ। ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স সূচক কমেছে ৬ দশমিক শূন্য ৬২ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে ১৪ দশমিক ০৯ পয়েন্ট। অপরদিকে শরিয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ২ দশমিক ২৪ পয়েন্ট। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ সিটি ব্যাংক, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক, বেক্সিমকো, আরএসআরএম স্টিল, বেক্সিমকো ফার্মা, আইডিএলসি, আইএফআইসি, ইসলামী ব্যাংক ও আইসিবি। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ ডেল্টা ব্র্যাক হাউজিং, আইডিএলসি ফাইন্যান্স, ফাইন ফুডস, বিএসআরএম লিমিটেড, ব্র্যাক ব্যাংক, সালভো কেমিক্যাল, হাক্কানী পাল্প, ইসলামিক ফাইন্যান্স ও প্রিমিয়ার লিজিং। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ ফারইস্ট ফাইন্যান্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ইউনাইটেড এয়ারওয়েজ, সানলাইফ ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, ফাস ফাইন্যান্স, এইচআর টেক্সটাইল, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক ও রহিমা ফুড। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৪টি কোম্পানির, দর কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।
×