ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেসি নেতা হিসেবে যোগ্য নন- অভিমত আর্জেন্টিনার সাবেক ফিটনেস কোচ ডিবোসের, ঘরেই শত্রু আছে বার্সিলোনার!

‘এই মুহূর্তে বিশ্বসেরা ফুটবলার নেইমার’

প্রকাশিত: ০৬:২১, ১ এপ্রিল ২০১৭

‘এই মুহূর্তে বিশ্বসেরা ফুটবলার নেইমার’

স্পোর্টস রিপোর্টার ॥ সাফল্যের সর্বোচ্চ শিখরে বিচরণ করছেন নেইমার। তারকা এই ফরোয়ার্ড ক্লাব ও দেশের জার্সিতে ধারাবাহিকভাবে নজরকাড়া পারফর্মেন্স প্রদর্শন করে চলেছেন। ব্রাজিলকে প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূলপর্বে ওঠাতে তার অবদানই বেশি। তাইতো নেইমারকে নিয়ে চলছে প্রশংসা স্রোত। এতে শামিল হয়েছেন আর্জেন্টিনার সাবেক ফিটনেস কোচ কার্লোস ডিবোস। তিনি অকপটে বলেছেন, এই মুহূর্তে বিশ্বসেরা ফুটবলার নেইমার। পাশাপাশি লিওনেল মেসির কড়া সমালোচনা করে বলেছেন, সে নেতা হিসেবে মোটেও যোগ্য না। আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় ডিবোস বলেন, দলনেতা হিসেবে মেসি খুব একটা ভাল নন। একজন খেলোয়াড় হিসেবে নেইমার তারচেয়েও ভাল। যেভাবে নেইমার খেলছে তাতে সে এই মুূহূর্তে বিশ্বসেরা। চিলির বিরুদ্ধে ম্যাচে সহকারী রেফারির সঙ্গে দুর্ব্যবহারের কারণে আন্তর্জাতিক ফুটবল থেকে চার ম্যাচের জন্য মেসিকে নিষিদ্ধ করেছে ফিফা। যা বিশ্বব্যাপী সমালোচনার ঝড় বইছে। ওই নিষেধাজ্ঞার কারণে বার্সিলোনা তারকা আগামী অক্টোবরে ইকুয়েডরের বিরুদ্ধে বাছাইপর্বের শেষ ম্যাচের আগ পর্যন্ত আর জাতীয় দলে খেলতে পারবেন না। এমন পরিস্থিতিতে আর্জেন্টিনার কিংবদন্তি তারকা ম্যারাডোনার মতো মেসি আর্জেন্টিনাকে অনুপ্রাণিত করতে পারছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডিবোস বলেন, মেসি তা করতে পারছেন না। বিশ্ব সেরা একজন খেলোয়াড়ের ব্যক্তিত্ব, প্রেরণা, জীবনীশক্তি এবং একটি দলকে নিজের কাঁধে চড়িয়ে এগিয়ে নিয়ে যাওয়ার যোগ্যতা থাকতে হবে। যেমনি ছিল দিয়াগো ম্যারাডোনার। সেই খেলোয়াড়ের এই অনুভূতিটি থাকতে হবে যে তিনি আর্জেন্টিনার বিপুল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী জার্সিটি গায়ে জড়িয়েছেন। সে দৃষ্টিকোণ থেকে আমরা ম্যারাডোনাকেই সেরা মানছি। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত, মেসি তা পারছেন না। এর অর্থ এই নয় যে তিনি খারাপ খেলোয়াড়। আমি মনে করি তিনি বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের মধ্যে একজন। তবে তিনি শ্রেষ্ঠ নন। সেদিক থেকে নেইমার আরও বেশি ভাল। মেসি নিজেকে যেভাবে নিয়ন্ত্রণে রাখে তাতে কিভাবে তাকে জাতীয় দলের জন্য নির্বাচন করা হয় বলে গত বছর প্রশ্ন তুলেছিলেন ২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের ফিজিক্যাল কোচের দায়িত্ব পালনকারী ডিবোস। তিনি বলেন, এখন সত্যিটা বেরিয়ে গেছে। নিজের ব্যবহারের কারণে আমরা আর্জেন্টিনা দল থেকে তাকে হারাচ্ছি। এ বিষয়টি এখন আমাদের সামনে পরিষ্কার। এদিকে বোমা ফাটানো এক খবর রটেছে। বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয় দল হলেও বার্সিলোনাকে নাকি তাদের ঘরের মানুষই পছন্দ করেন না। বার্সা কেবল একটি ফুটবল ক্লাবের নাম নয়, স্বাধীন কাতালুনিয়ার দাবি জানাতে থাকা আন্দোলনের সমার্থক একটি নাম ও প্ল্যাটফর্ম। ন্যুক্যাম্পের জন্য কাতালানদের ভালবাসা কখনও সীমারেখার মধ্যে টানার সাধ্য কারও নেই। সেই কাতালানদের কেউ কেউ নাকি রিয়াল মাদ্রিদের জন্য উতলা। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, বার্সিলোনা ছেড়ে রিয়ালকে সমর্থন জানানোর মতো প্রতি দশ জনে অন্তত একজন কাতালান আছেন। কাতালুনিয়া বৃহত্তর স্পেনেরই একটা অংশ। যাদের সবচেয়ে গর্বের একটি বিষয়ের নাম বার্সিলোনা। তারা স্পেন থেকে আলাদা হতে স্বাধীনতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। গণভোট করছে। কাতালুনিয়াদের আছে নিজস্ব জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, একটি জাতীয় ফুটবল দলও। বার্সার খেলার সময় সগৌরবে সেই পতাকা প্রদর্শন করেন স্বাধীন হতে চাওয়া জাতির প্রতিনিধিরা। অথচ সেই কাতালুনিয়াদের মাঝেই আছে স্পেনের রাজধানী মাদ্রিদের নামে ব্র্যান্ড হওয়া রিয়ালের সমর্থক। সেটি আবার কাতালুনিয়ার আরেক ক্লাব এস্পানিওলের চেয়েও বেশি হারে। কাতালুনিয়াদের ৩.৬ শতাংশ যেখানে এস্পানিওলকে সমর্থন করেন, সেখানে বার্নাব্যুর রিয়ালের কাতালান সমর্থক গোষ্ঠী ১০.৪ শতাংশ। অবশ্য বার্সার সঙ্গে তুলনা করলে স্বাভাবিকভাবেই সংখ্যাটা অনেক পেছনে। কাতালুনিয়ানদের মধ্যে বার্সিলোনাকে সমর্থন জানানো ফুটবলপ্রেমীর সংখ্যা আকাশছোঁয়া, ৭৭.৫ শতাংশ।
×