ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩৩ পদের জন্য ৭৬ মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত: ০৪:৩৫, ২৬ মার্চ ২০১৭

৩৩ পদের জন্য ৭৬ মনোনয়নপত্র সংগ্রহ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের নির্বাচনকে সামনে রেখে শুক্রবার মনোনয়নপত্র দেয়া হয়েছে। মোট ৩৩ পদের জন্য এদিন ৭৬ মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা। নির্বাচিত হলে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে অবদান রাখতে চান বলে জানিয়েছেন প্রার্থীরা। এদিকে মনোনয়নপত্র বিতরণ সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। সব ধরনের খেলাধুলাকে একত্র করে অলিম্পিক এ্যাসোসিয়েশন। দেশের সর্বোচ্চ ক্রীড়া সংগঠনও এটিই। নিয়মানুসারে চার বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এর নির্বাচন। এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন বেশকিছু নতুন মুখ। বিভিন্ন রেশনের পদধারী এসব ক্রীড়া ব্যক্তিত্বদের ইচ্ছা সুযোগ পেলে জাতীয় পর্যায়ের ক্রীড়ায় অবদান রাখা। এদিকে গত কমিটির মহাসচিব সৈয়দ শাহেদ রেজার নেতৃত্বাধীন প্যানেল জানিয়েছে এবারও তারা একসঙ্গেই নির্বাচন করছেন। সেই সঙ্গে প্রতিদ্বন্দ্বীদের সাধুবাদই জানিয়েছেন তারা। মোট ৩৭ পদের মধ্যে ৪টিতে পদাধিকার বলে নিয়োগ দেয়া হবে। বাকি ৩৩ পদের জন্য নির্ধারিত দিনে ৫৫ প্রার্থী মোট ৭৬টি মনোনয়নপত্র তুলেছেন। মনোনয়নপত্র বিতরণ প্রক্রিয়া সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। আগামী ২৭ মার্চ মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে নির্বাচন।
×