ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যে কারণে মনোহরের ইউটার্ন

প্রকাশিত: ০৪:৩৩, ২৬ মার্চ ২০১৭

যে কারণে মনোহরের ইউটার্ন

স্পোর্টস রিপোর্টার ॥ এক সপ্তাহের ব্যবধানে সিদ্ধান্ত বদল করলেন শশাঙ্ক মনোহর। ১৫ মার্চ মেয়াদ পূর্তির দেড় বছরে আচমকাই আইসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোচনার ঝড় তুলেছিলেন। দু-দিন আগে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন সাবেক ইন্ডিয়ান বোর্ডের (বিসিসিআই) জনপ্রিয় এই সংগঠক। মনোহর বলেন, ‘বোর্ডের কর্মকর্তারা আমার প্রতি যে বিশ্বাস এবং আস্থা রাখছেন, তাতে আমি সম্মান জানাই। আইসিসির গঠনতন্ত্র সংশোধন না হওয়া পর্যন্ত আপাতত (অস্থায়ী বোঝাতে) চেয়ারম্যানের দায়িত্ব পালনে রাজি আছি। তবে ব্যক্তিগত কারণে পদত্যাগের যে সিদ্ধান্ত নিয়েছি সেটা বদলাব না।’ এর আগে গত সপ্তাহে আইসিসির নির্বাহী প্রধান ডেভিড রিচার্ডসনকে লেখা এক চিঠিতে আচমকাই চেয়ারম্যানের পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত নেন মনোহর। অত্যন্ত দৃঢ়চেতা ও সৎ চরিত্রের মানুষ হিসেবে পরিচিত ভারতীয় চিঠিতে লিখেছিলেন, ‘আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। আইসিসির নির্বাহী বোর্ড ও সদস্য বোর্ডগুলোর সম্পর্কিত সব বিষয়ে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছি। এ বিষয়ে পরিচালকদের (বোর্ড) সমর্থনও পেয়েছি। ব্যক্তিগত কারণে এই গুরুদায়িত্ব পালন আমার পক্ষে সম্ভব হচ্ছে না।’ ২০১৫Ñএর নবেম্বরে আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হন ৫৯ বছর বয়সী মনোহর। এ জন্য সেসময় তাকে বিসিসিআইর সভাপতির পদ ছাড়তে হয়েছিল। ২০১৪ সালে ক্রিকেটবিশ্বে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার পথে ভারত-অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড মিলে বিতর্কিত ‘তিন মোড়ল’ পরিকল্পনার ঘোরবিরোধী মনোহর আইসিসিতে পা দিয়েই এক সাক্ষাতকারে বলেছিলেন, ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে সবাইকে নিয়েই বাঁচতে হবে। শুরুতেই কুখ্যাত সেই ‘তিন মোড়ল’ পরিকল্পনা বাতিল করে দেন।
×