ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিটিভিতে কবিকণ্ঠে কবিতাপাঠের অনুষ্ঠান ‘স্বাধীনতা হাজার সূর্যালোক’

প্রকাশিত: ০৪:০৯, ২৬ মার্চ ২০১৭

বিটিভিতে কবিকণ্ঠে কবিতাপাঠের অনুষ্ঠান ‘স্বাধীনতা হাজার সূর্যালোক’

সংস্কৃতি ডেস্ক ॥ মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় বিটিভিতে কবিকণ্ঠে কবিতাপাঠের অনুষ্ঠান ‘স্বাধীনতা হাজার সূর্যালোক’ প্রচার হবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নানাভাবে বর্ণিত হয়েছে কবিদের লেখনীতে। সেখানে রয়েছে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা, জাতির পিতার প্রতি শ্রদ্ধার্ঘ্য, পাকিস্তানী বর্বর সেনাদের নৃশংসতা এবং সাধারণ মানুষের প্রতিরোধ ও আত্মত্যাগ। ‘স্বাধীনতা হাজার সূর্যালোক’ শীর্ষক এ অনুষ্ঠানে ষোলজন কবির পঙ্ক্তিমালায় উঠে এসেছে তারই হৃদয়স্পর্শী ছবি। অনুষ্ঠানে অংশ নেয়া কবিরা হলেন- আসাদ চৌধুরী, রুবী রহমান, কাজী রোজী, হাবীবুল্লাহ সিরাজী, অসীম সাহা, জাহিদুল হক, শাহজাদী আঞ্জুমান আরা, রবীন্দ্র গোপ, মুহাম্মদ সামাদ, নাসির আহমেদ, মারুফ রায়হান, তারিক সুজাত, নূহ-উল-আলম লেনিন, মনজুরুর রহমান, আসলাম সানী ও জাহিদ মুস্তাফা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান।
×