ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চ্যানেলে চ্যানেলে স্বাধীনতা দিবস

প্রকাশিত: ০৪:০৮, ২৬ মার্চ ২০১৭

চ্যানেলে চ্যানেলে স্বাধীনতা দিবস

সংস্কৃতি ডেস্ক ॥ আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন স্যাটেলইটা চ্যানেল এবং এফএম রেডিওগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। চ্যানেলগুলোর বিশেষ দিবসের আয়োজন নিয়ে এ প্রতিবেদন। জিটিভি আয়োজন : দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান মালার আয়োজন করেছে স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এরই ধারাবাহিকতায় আজ সকাল ১০-১৫ মিনিটে চ্যানেলটি প্রচার করবে বিশেষ বাংলা চলচ্চিত্র ‘সিপাহী’। কাজী হায়াতের পরিচালনায় ছায়াছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেÑ ইলিয়াছ কাঞ্চন, মান্না, চম্পা, রাজীব প্রমুখ। বিকেল ৫-৩০ মিনিটে প্রচার হবে সোহেল রানার প্রযোজনায় প্রতিদিনের অনুষ্ঠান ‘এই সন্ধ্যায়’ এর বিশেষ পর্ব। এ পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কন্ঠ সৈনিক তিমির নন্দী ও বুলবুল মহলানবীশ। বলবেন মুক্তিযুদ্ধের সময়ের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রর নানা স্মৃতিকথা। সন্ধ্যা ৬টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মর্মস্পর্শী’। ১৯৭১ সালে শেরপুরের নালিতাবাড়িতে ঘটে যাওয়া মর্মান্তিক গণহত্যার পর গড়ে ওঠা বিধাব পল্লীর ওপর তৈরি করা হবে একটি প্রামাণ্যচিত্র। প্রামাণ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হবে যুদ্ধ চলাকালীন সেই সময়কার ইতিহাস এবং বর্তমান বিধাব পল্লীর চিত্র। এছাড়া বিধবা পল্লীর সেই সকল শহীদদের স্ত্রীরা বর্ণনা করবেন যুদ্ধের সময় সেই মর্মান্তিক গণহত্যার বর্ণনা। এইচ এ এম রাজনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জহির রায়হান পুত্র বিপুল রায়হান। সন্ধ্যা ৭-৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘চেতনায় স্বাধীনতা’। বন্যামির্জার উপস্থাপনায় এতে অতিথি হয়ে স্বাধীনতা নিয়ে কথা বলবেন কবি আসাদ চৌধুরী। পাশপাশি অনুষ্ঠানে সকল শ্রেণী-পেশার মানুষের মতামত নেয়া হয়েছে ‘কেমন স্বাধীনতা চাই’ শিরোনামে। রাত ৮-৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘শহীদ মোসাম্মৎ কুলসুম বেগম’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত নাটকটি রচনা করেছেনÑ আল মনসুর। কমল চাকমার পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অবিনয় করেছেন, শশী, রওনক হাসান, সাজ্জাদ রেজা, ঝুনা চৌধুরী প্রমুখ। রাত ৯-৩০ মিনিটে প্রচার হবে ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান’। অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবেন এই প্রজন্মের সঙ্গীত শিল্পী লিজা, পুলক, সাব্বির, রন্টি এবং মাসুম। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নজরুল ইসলাম খান। এটিএনবাংলায় টেলিফিল্ম ‘কালবেলা : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এটিএন বাংলায় আজ রাত ১১টায় প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘কালবেলা’। গাজী ফারুকের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ সম্রাট, অরিণ, আন্না, সাগর, আশিক চৌধুরী, হান্নান শেলী, শাহেনা আক্তার, শম্পা নিজাম, হিরা ও শিশুশিল্পী জারা। টেলিফিল্মের গল্পে দেখা যাবে, ২৬ মার্চের সকাল। সারা গ্রামে উদ্যাপিত হচ্ছে স্বাধীনতা দিবস। উৎসবের মাঝে দ্রুতগতিতে মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতের কাছে সাইকেল নিয়ে ছুটতে থাকে কৈলাস চন্দ্র। বেওয়ারিশ মৃত ভ্রƒণ শিশুকে রাস্তা থেকে সাইকেলে তুলে নিয়ে ঘুরছে সে। তাকে হিন্দু মতে নাকি মুসলমান মতে সমাহিত করা হবে তা জানতে। কারও কাছে সদুত্তর না পেয়ে সে তাকে মাটিচাপা দিয়ে সমাহিত করে সজল চোখে তার প্রেমিকা মুক্তি রানীকে সমাজের অসামঞ্জ্যসের কথা বলে। এবারের স্বাধীনতা দিবসে বেসরকারী একটি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এ্যান্ড মিডিয়া বিভাগের টিমকে মুক্তিযুদ্ধে আক্রান্তদের নিয়ে একটি এ্যাসাইনমেন্ট দেয়া হয়। টিম মেম্বার নুসরাত বাবার তথ্যানুযায়ী মুক্তিযোদ্ধার খোঁজে ধামরাইয়ের পালপাড়ার দত্তবাড়িতে যায়। সেখানে পরিচয় হয় ’৭১-এর বীরাঙ্গনা মালতী দত্তের যুদ্ধশিশু মুক্তি রানীর সঙ্গে। নুসরাত ও শায়নের সঙ্গে যুদ্ধ নিয়ে আবেগমিশ্রিত কথা বলতে বলতে কেঁদে ফেলেন মালতী। তার কান্না শুনে চিৎকার করে বেরিয়ে আসে মালতীর বড় বোন শশাংক দত্ত। নুসরাত ও শায়ন একে একে সবাইকে বুঝিয়ে শুরু করে মালতী দত্তের সাক্ষাতকার। দুই ভাইবোন নস্টালজিক হয়ে ফিরে যায় একাত্তরের অগ্নিঝরা সেই দিনে। তৌকীর-তারিনের ‘পুনশ্চ:জায়িতা : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ রবিবার আরটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘পুনশ্চঃ জয়িতা’। শ্রাবণী ফেরদৌসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শুভ্র খান। নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ ও তারিন জাহাস। আরও আছেনÑ ডলি জহুর, আল মামুন, খায়রুল টিপু, আশরাফুল আশীষ, মাধবী লতা, এমদাদ শপথসহ অনেকে। নাটকটি আজ রাত ৮-১০ মিনিটে আরটিভিতে প্রচার হবে । নাটকের গল্পে দেখা যাবে, জয়িতা বীরাঙ্গনার সন্তান। সমাজে সে অনেকটাই উচ্ছিষ্ট। জয়িতার বাবা তার মা ও পেটের সন্তানকে ছেড়ে গিয়েছিল ’৭১-এ। মা-ই তাকে শিখিয়েছেন কিভাবে একজন নারী মাথা উঁচু করে গর্বের সঙ্গে তার নিজ যোগ্যতায় বাঁচতে পারে। জয়িতার মা যে যোদ্ধা। সে পথেই জয়িতাও তার পথ নেয় ফিল্মকে। সে একটি ফিল্ম বানায় মুক্তিযুদ্ধের ওপর। প্রচুর খ্যাতি অর্জন করে সে। ফিল্ম বানানোর সময় পরিচয় হয় তার সুজন কবীরের সঙ্গে, যে কিনা এ ফিল্মের লেখক। ঘনিষ্ঠতা তৈরি করে তাদের কাজের, ভাললাগার। কিন্তু যখন সংবর্ধনা অনুষ্ঠানে জয়িতা নির্ভীক কণ্ঠে জানায় ছবির গল্পের নায়িকা তার মা- সে বীরাঙ্গনার সন্তান। তখন সুজন ছেড়ে যায় জয়িতাকে। যেমনটি ’৭১-এ ছেড়ে গিয়েছিল তার বাবা তার মাকে। বাবা অথবা সুজন কি ক্ষমা চাইবে তাদের কাছে? এমনই একটি গল্প ‘পুনশ্চঃ জয়িতা’। ফাগুন অডিও ভিশনের ‘সুর্যোদয়ের গান : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন নির্মাণ করেছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সূর্যোদয়ের গান’। উপস্থাপনা করেছেন জনপ্রিয় অভিনয় তারকা অপি করিম। ভিন্ন আঙ্গিকের এই অনুষ্ঠানটিতে রয়েছে পাঁচটি দেশাত্মবোধক গান। ব্যাপকআয়োজনে নির্মিত গানগুলিতে অংশগ্রহণ করেছেন দেশের শীর্ষস্থানীয় সঙ্গীত তারকারা। স্বনামখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের কথায়, আলী আকবর রুপুর সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন খ্যাতিমান কণ্ঠশিল্পী এ্যান্ড্রু কিশোর ও কুমার বিশ্বজিৎ। আমাদের সশস্ত্র বাহিনীর কয়েক হাজার সদস্য এই গানটির চিত্রায়ণে সহযোগিতা করেছেন। বরেণ্য শিল্পী সৈয়দ আবদুল হাদী ও শাম্মী আক্তারের সঙ্গে এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী প্রতিক হাসান ও নির্ঝর গেয়েছেন মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও হানিফ সংকেতের সুর করা একটি গান। সঙ্গীতায়োজন করেছেন হালের জনপ্রিয় সঙ্গীত পরিচালক প্রীতম হাসান। মহান বীরাঙ্গনাদের নিয়ে আর একটি গান গেয়েছেন শিল্পী কুমার বিশ্বজিৎ। গানটির কথা লিখেছেন মেজর (অব.) আনিস-উল-ইসলাম এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। একটি দেশাত্মবোধক গান গেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী। গানটির কথা ও সুর লুৎফর হাসান। মোঃ জামালউদ্দিনের কথা ও নাসিরের সুরে অনুষ্ঠানে আর একটি গান গেয়েছেন বরেণ্য শিল্পী রফিকুল আলম। আগামী ২৬ মার্চ রবিবার-রাত ৯-১৫ মিনিটে অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে।
×