ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বরেন্দ্র অঞ্চলে যত্রতত্র ডিপ টিউবওয়েল স্থাপনে কৃষিমন্ত্রীর ক্ষোভ

প্রকাশিত: ০৬:১১, ২৩ মার্চ ২০১৭

বরেন্দ্র অঞ্চলে যত্রতত্র ডিপ টিউবওয়েল স্থাপনে কৃষিমন্ত্রীর ক্ষোভ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বরেন্দ্র অঞ্চলে ডিপ টিউবওয়েল স্থাপনে অব্যস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বুধবার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট (বিএআরসি) মিলনায়তনে পঞ্চম সিজিআইএআরের এ্যাডভাইজরি কমিটির বৈঠকে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় (বিএমডিএ) এসব ডিপ টিউবওয়েল স্থাপন প্রসঙ্গে মন্ত্রী বলেন, কিভাবে কম পানি ব্যবহার করে সময় বাঁচিয়ে চাষাবাদ করা যায়, তা নিয়ে গবেষণা হচ্ছে। যাতে পানি কম লাগে আমি সেই ধানের জাত আবিষ্কার করতে বলেছি। তারা (কৃষি বিজ্ঞানী) কাজ করে যাচ্ছেন। পানি কম লাগবে, সময় বাঁচবে এবং উৎপাদন বেশি হবেÑ এটি গবেষণা করে বের করতে হবে। সেচকাচে ডিপ টিউবওয়েল বসানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মতিয়া চৌধুরী বলেন, কম ডিউরেশন হলে কম পানির ব্যবহার হবে। কিন্তু আমি কি কাউকে জেরা করতে পারি? বরেন্দ্র অঞ্চলে বিএমডিএ এলাকায় যত্রতত্রভাবে নির্বিচারে ডিপ টিউবওয়েল বসানো হয়েছে।
×