ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিনা অপরাধে মায়েদের সঙ্গে আটক শিশুদের জন্য এই বিনোদন পার্ক

আজ কারাভ্যন্তরে ‘আনন্দ ভুবন’ ও ‘ডে কেয়ার সেন্টার’ উদ্বোধন

প্রকাশিত: ০৫:৩৫, ২৩ মার্চ ২০১৭

আজ কারাভ্যন্তরে ‘আনন্দ ভুবন’ ও ‘ডে কেয়ার সেন্টার’ উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ দেশে প্রথমবারের মতো কারাগারের ভেতর মায়ের সঙ্গে আটক শিশুদের বিনোদনের জন্য বিশেষ বিনোদন পার্ক আনন্দ ভুবন ও আধুনিক ডে কেয়ার সেন্টার উদ্বোধন করতে যাচ্ছে কারা অধিদফতর। বৃহস্পতিবার সকাল দশটায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ভেতর স্থাপিত পার্ক ও ডে কেয়ারটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন কারামহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন। একই সঙ্গে ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বাঙালীর স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর অসামান্য নেতৃত্ব এবং ঐতিহাসিক ঘটনা নতুন প্রজন্মকে জানাতে ও তথ্যসহ তুলে ধরতে পুরান ঢাকার নাজিমউদ্দীন রোডের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ শীর্ষক তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে কারা অধিদফতর। বুধবার কারা অধিদফতর নাজিমউদ্দীন রোডের পুরাতন কারাগারটির ভেতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক এসব কথা জানান। ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার বলেন, কারাগারে বিনা অপরাধে মায়ের সঙ্গে আটক শিশুদের বিনোদনের জন্য আমরা এই প্রথমবারের মতো কারাভ্যন্তরে বিনোদন পার্ক ও বিশাল আয়তনের আধুনিক ডে কেয়ার সেন্টার স্থাপন করেছি। এছাড়া কাশিমপুরে দেশের একমাত্র মহিলা কেন্দ্রীয় কারাগারে সবচেয়ে বেশি শিশু মায়ের সঙ্গে আটক রয়েছে। তাই নারী বন্দী তার শিশুকে নিয়ে চিন্তামুক্ত থাকতেই এই বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে কারাগার এক নতুন যুগে প্রবেশ করছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দীন আহমেদ। আলোকচিত্র প্রদর্শনী নিয়ে কারা মহাপরিদর্শক বলেন, পুরাতন স্মৃতিবিজড়িত এ কারাগারটিতে দ্বিতীয়বারের মতো আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ শিরোনামে দুর্লভ আলোকচিত্রের এ প্রদর্শনী চলবে ২৫ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত। বাংলাদেশ জেল ও স্বেচ্ছাসেবী সংগঠন জার্নি’র উদ্যোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনীতে বাঙালীর স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর অসামান্য অবদান ও নেতৃত্ব এবং ঐতিহাসিক ঘটনার আলোকচিত্র নিয়ে প্রদর্শনীটি হচ্ছে। বিশেষ এ প্রদর্শনীতে মোট ’৭১ দুর্লভ আলোকচিত্র প্রদর্শিত হবে। এসব ছবিতে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত বায়ান্ন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নামে তিনটি গ্যালারিতে সাত ধাপে বাঙালীর ইতিহাস ও বাংলাদেশের (১৯ পৃষ্ঠা ১ কঃ দেখুন) আজ কারাভ্যন্তরে (২০-এর পৃষ্ঠার পর) স্বাধীনতায় বঙ্গবন্ধুর অসামান্য নেতৃত্বের বিষয়গুলো তুলে ধরা হবে। প্রদর্শনীটি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটানা চলবে। দর্শনার্থীদের প্রবেশের প্রতিটি টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে একশ টাকা। ২৪ মার্চ বেলা সাড়ে তিনটায় আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তবে উদ্বোধনের দিন কোন টিকেট বিক্রি হবে না। তিনি বলেন, টিকেট বিক্রির টাকা দিয়ে পুরো প্রদর্শনীর ব্যয়বহন হবে। টিকেট বিক্রির অর্থের একটি অংশ কাশিমপুর কারাগারের ডে কেয়ার সেন্টারের শিশুদের জন্য খেলাধুলার সামগ্রী ও বই কেনায় ব্যয় করা হবে। প্রদর্শনটির মাধ্যমে ইতিহাসের প্রামাণ্য দলিল হিসেবে নতুন প্রজন্ম গ্যালারি পরিদর্শন করে স্বাধীনতার ইতিহাস এবং বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে জানতে পারবে। আলোকচিত্র প্রদর্শনীর কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করবেন জার্নি’র প্রধান নির্বাহী নাজমুল হোসেন। ২৪ মার্চ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন, মুফতি হান্নানসহ তিন আসামির ফাঁসি শুধু নয় আদালতের রায়ে দ-প্রাপ্ত যে কোন ফাঁসির আসামির দ- কার্যকরে কারা কর্তৃপক্ষ সর্বদাই প্রস্তুত রয়েছে। সেই নিয়মানুযায়ী ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ প্রাপ্তির পর কারাকর্তৃপক্ষ জেলকোডের নিয়ম মেনে তাদের ফাঁসি কার্যকর করবে। উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের নবেম্বরে জেল হত্যা দিবস উপলক্ষে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী হয়।
×