ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সৌদিতে অবৈধদের দেশে ফিরতে ৯০ দিন সময়

প্রকাশিত: ০৪:০৮, ২১ মার্চ ২০১৭

সৌদিতে অবৈধদের দেশে ফিরতে ৯০ দিন সময়

ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে ৯০ দিনের সুযোগ দিচ্ছে সৌদি আরব। সোমবার এ ঘোষণা দেন সৌদি উপ প্রধানমন্ত্রী যুবরাজ মুহাম্মদ বিন নায়েফ। সৌদি নিয়ম অনুযায়ী, কোন অবৈধ অভিবাসী ধরা পড়লে, তার আঙ্গুলের ছাপ রাখা হয়। কিন্তু নতুন বিধান মতে, ক্ষমার আওতায় কোন অভিবাসীর হাতের ছাপ রাখা হবে না। যুবরাজ মুহাম্মদ বিন নায়েফ জানান, অনুমতি ছাড়া অবস্থানের পাশাপাশি কাজ করা কিংবা অনুপ্রবেশের মতো অপরাধের ক্ষেত্রে এই ক্ষমা প্রযোজ্য হবে। যা কার্যকর হবে আগামী ২৯ মার্চ থেকে পরবর্তী ৯০ দিন। যারা এ সুযোগ নেবেন কোন শাস্তি ছাড়াই তাদের দেশে ফেরার সুযোগ থাকবে। ভবিষ্যতে কাজ নিয়ে বৈধভাবে সৌদিতে ফেরার সুযোগও পাবেন তারা। ২ বছর আগে ইকামা পরিবর্তনের সুযোগ নেয় বাংলাদেশীসহ প্রায় ২৫ লাখ অবৈধ অভিবাসী। -অর্থনৈতিক রিপোর্টার গ্রীসের এক-তৃতীয়াংশ মানুষ বেকার বেকারত্ব আর দেনার দায়ে জর্জরিত হয়ে সন্তানদের আশ্রয়কেন্দ্রে দিয়ে দিচ্ছেন গ্রীসের অনেক অভিভাবক। অর্থনৈতিকভাবে সচ্ছল না হওয়ায় সন্তান পালনের ব্যয়ভার বহন করতে পারছেন না তারা। ২০০৯ সালের আর্থিক মন্দার পর থেকেই ধস নেমেছে দেশটির অর্থনীতিতে। যার প্রভাব পড়েছে ব্যক্তি ও পারিবারিক জীবনে। শর্তের বিনিময়ে আন্তর্জাতিক দাতাগোষ্ঠী ঋণ দিয়ে সহায়তা করলেও এখনও ঘুরে দাঁড়াতে পারেনি গ্রীকরা। ২০০৮ সালে অর্থনৈতিক মন্দা দেখা দেয় ঋণগ্রস্ত হয়ে পড়া ইউরোপের অনেক দেশে। গ্রীসের মন্দা ২০০৯ সালের মাঝামাঝি সময় থেকে শুরু। এরপর দাতাগোষ্ঠী থেকে ঋণ পাওয়ার লক্ষ্যে সরকারী বিভিন্ন খাতে ব্যয় কমানো, কর বাড়ানোসহ বেশ কিছু ব্যয় সংকোচন শর্ত হাতে নেয় গ্রীস। এতে বিক্ষোভ শুরু হয় পুরো গ্রীসে। ক্ষমতার পালাবদলে ২০১৫ সালে বামপন্থী এ্যালেক্সিস সিপরাস ক্ষমতায় এসেও ঋণের জন্য জনগণের ওপর চাপিয়ে দেন দাতাগোষ্ঠীর ব্যয় সংকোচন শর্ত। -অর্থনৈতিক রিপোর্টার
×