ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার ও বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ

দামেস্কে ব্যাপক সংঘর্ষ

প্রকাশিত: ০৪:০২, ২১ মার্চ ২০১৭

দামেস্কে ব্যাপক সংঘর্ষ

সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। রবিবার রাজধানীর পূর্বাঞ্চলীয় জোবার এলাকায় বিদ্রোহীরা হঠাৎ হামলা চালালে সরকারী বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। এ হামলায় বিদ্রোহীরা টানেল ব্যবহার করে বলে সরকারী সূত্রে পাওয়া খবরে জানা গেছে। খবর বিবিসি ও এএফপির। সিরিয়ার সেনাবাহিনী দাবি করছে, তারা বিদ্রোহীদের হটিয়ে দিয়েছে। বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে ৩০টিরও বেশি বিমান হামলা চালানোর কথা জানিয়েছে লন্ডনভিত্তিক অধিকার গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। বার্তা সংস্থা এএফপির সংবাদদাতা দামেস্ক থেকে জানাচ্ছেন, শহরের গুরুত্বপূর্ণ আব্বাসি স্কয়ারে ঢোকার সবগুলো পথ বন্ধ করে দেয়া হয়েছে। সাধারণ লোকজনকে বাইরে বের না হওয়ার জন্য কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে। অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেছেন, গোলাবর্ষণ ও স্নাইপার হামলার আওয়াজ পুরো শহর থেকে শোনা গেছে। আলকায়েদার দলছুট অংশ তাহরির আশশাম দামেস্কের পূর্বাঞ্চলে সরকারী স্থাপনা লক্ষ্য করে অতর্কিতে হামলা শুরু করে। দুটি গাড়িবোমা হামলা এবং কয়েকজন আত্মঘাতী হামলাকারীদের দিয়ে জঙ্গীরা হামলা করে। সরকারী বাহিনীর পাল্টা আক্রমণে পেরে উঠতে না পেরে রবিবার সন্ধ্যার পর বিদ্রোহীরা শহরের কাবুন অংশের দিকে এগিয়ে যায়। বিদ্রোহীদের এসব হামলা পুরোপুরি সফল না হলেও আসাদ সরকারের জন্য একে একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। তিনি বলছেন, ফাইলাক আররহমান ও ফাতেহ আশশাম নামে আরও দুটি জিহাদী গ্রুপ এতে অংশ নেয়। গাউতা নামে পরিচিত দামেস্কের পূর্বাঞ্চলীয় বিদ্রোহী ঘাঁটি লক্ষ্য করে সরকারী বিমানবাহিনীর গোলাবর্ষণে ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছে। বিদ্রোহী গ্রুপগুলো এখন আত্মরক্ষামূলক অবস্থান থেকে সরে গিয়ে আক্রমণাত্মক ভূমিকায় নামছে বলে আবদেল রহমান মনে করেন। সিরিয়ায় শাসক বাশার আল আসাদকে উৎখাতের দাবিতে চলমান গৃহযুদ্ধ সম্প্রতি সাত বছরে পদার্পণ করেছে। এতে এ পর্যন্ত ৩ লাখ ২০ হাজারের বেশি লোক নিহত হয়েছে। এই যুদ্ধে দামেস্ক কখনও বিদ্রোহীদের বড় ঘাঁটি ছিল না। নগরীর যে সামান্য অংশ তারা নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেরেছিল তার মধ্যে জোবার ছিল একটি। এটি নগরীর কেন্দ্রস্থল সংলগ্ন। দুই বছর ধরে এলাকাটিতে বিদ্রোহীদের আনাগোনা রয়েছে। এখানে বিদ্রোহী ও জিহাদী উভয় গ্রুপই রয়েছে। এ হামলার ঘটনা এমন এক সময় ঘটল যখন জাতিসংঘের মধ্যস্থতায় দেশটিতে চলমান গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে জেনিভায় পরবর্তী শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে। এ মাসের তারিখ থেকে এ আলোচনা শুরু হচ্ছে। চলমান গৃহযুদ্ধে বিদ্রোহীদের অন্যতম ঘাঁটি ছিল আলেপ্পো। আসাদের বাহিনী সেটি দখল করে নেয়ার পর সরকার এখন গত ছয় বছরের মধ্যে সবচেয়ে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিদ্রোহীরা এখন রাজধানীতে অতর্কিত হামলা চালানোর কৌশল অবলম্বন করেছে। যাতে সরকারী বাহিনীকে এ কাজে ব্যতিব্যস্ত রেখে দেশের অন্যত্র নিজেদের কিছু চাপমুক্ত রাখা সম্ভব হয়। এদিকে ইসরাইলের সঙ্গে সিরিয়ার সামরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সিরিয়ার একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র একটি ইসরাইলী জঙ্গী বিমানে আঘাত হানে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী আভিদগর লিয়েবারম্যান রবিবার হুঁশিয়ার করে বলেছেন, তার দেশ সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা টার্গেট করে আক্রমণ করতে দ্বিধা করবে না। সিরিয়ার যুদ্ধে আসাদের পক্ষে অংশ নেয়া হিজবুল্লাহকে টার্গেট করে ইসরাইল আগেও হামলা করেছে বলে মনে করা হয়, তবে এই প্রথম ইসরাইলের পক্ষ থেকে এ রকম স্বীকোরোক্তি পাওয়া গেল।
×