ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইন্ডিয়ান ওয়েলস

অল রাশান ফাইনালে কুজনেতসোভা- ভেসনিনা

প্রকাশিত: ০৫:০৭, ১৯ মার্চ ২০১৭

অল রাশান ফাইনালে কুজনেতসোভা- ভেসনিনা

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান ওয়েলসে সেরা তারকারা ব্যর্থ হয়েছেন। শীর্ষ বাছাইরা বিদায় নিয়েছেন আগেই। তবে টিকে ছিলেন ৩ নম্বর বাছাই চেকপ্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা। এবার তাকেও বিদায় নিতে হয়েছে। রাশিয়ার ৮ নম্বর বাছাই সভেতলানা কুজনেতসোভা তাকে হারিয়ে জায়গা করে নিয়েছেন ফাইনালে। শিরোপা লড়াইয়ে তার প্রতিপক্ষ আরেক রাশিয়ান তারকা ১৪ নম্বর বাছাই এলিনা ভেসনিনা। তিনি ২৮ নম্বর বাছাই ফ্রান্সের চমক দেখানো ক্রিস্টিনা মাদেনোভিচকে হারিয়ে ফাইনালে উঠেছেন। এবার বিএনপি পারিবাস ওপেন তাই রাশিয়ান কোন তারকার হাতেই উঠতে যাচ্ছে। বিএনপি পারিবাস ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন ভেনাস উইলিয়ামস, ক্যারোলিন ওজনিয়াকি, ডোমিনিকা সিবুলকোভা, এলিনা ভিতোলিনা, ম্যাডিসন কিস, গারবিন মুগুরুজা, সিমোনা হ্যালেপ ও শীর্ষ বাছাই এ্যাঞ্জেলিক কারবার। তবে তারকা পতনের মিছিলে শুধু টিকে ছিলেন পিসকোভা। বিশ্বের ৩ নম্বর এ তারকা দারুণ খেলে উঠেছিলেন সেমিতে। কিন্তু এবার তিনিও বিদায় নিলেন। চেক এ তরুণী সেমিতে কুজনেতসোভার বিরুদ্ধে চরম প্রতিদ্বন্দ্বিতায় পড়েন। প্রথম সেটে তীব্র লড়াই হয়। শেষ পর্যন্ত টাইব্রেকে পরাজয় মানেন তিনি। দ্বিতীয় সেটেও ফয়সালা হয়েছে টাইব্রেকে। শেষ পর্যন্ত কুজনেতসোভা জয় তুলে নেন ৭-৬ (৭-৫) ও ৭-৬ (৭-২) সেটে। এ বছর দুর্দান্ত ফর্মে ছিলেন পিসকোভা। জিতেছেন ব্রিসবেন ইন্টারন্যাশনাল ও কাতার ওপেন। এদিনের ম্যাচেও ১০টি এসেস জিতেছেন। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ পরাজয় ঠেকাতে পারেননি। বিশ্বের ৮ নম্বর কুজনেতসোভা ২০০৭ ও ২০০৮ সালে টানা দুইবার রানার্সআপ হয়েছিলেন। এরপর এই প্রথম আবার ফাইনালে উঠলেন তিনি। দুইবারের গ্র্যান্ডসøাম জয়ী ৩১ বছর বয়সী কুজনেতসোভা গত বছর আবার পুনরুত্থান করেছেন। দুটি শিরোপাও জিতেছেন। এর ফলে ২০১০ সালের পর প্রথমবার উঠে এসেছেন র‌্যাঙ্কিংয়ের সেরা দশে। জয়ের পর কুজনেতসোভা বলেন, ‘আমি প্রতিটি পয়েন্টের জন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। চলতি বছরে পিসকোভা অন্যতম সেরা একজন খেলোয়াড়।’ ভেসনিনা ইন্ডিয়ান ওয়েলসে দুর্দান্ত খেলছেন। চতুর্থ রাউন্ডে বিশ্বের দুই নম্বর কারবারকে হারিয়ে দিয়ে নিজেকে ফেবারিট হিসেবে উপস্থাপন করেন। এরপর কোয়ার্টার ফাইনালে অন্যতম ফেবারিট, ৭ বারের গ্র্যান্ডসøাম জয়ী ভেনাসকে হারিয়ে দেন। এই ৩০ বছর বয়সে নিজেকে দারুণভাবে ফিরে পেয়েছেন এ রাশিয়ান তারকা। গত বছর উইম্বলডনের সেমিফাইনালে ওঠেন এবং পুরো বছরই দুর্দান্ত খেলেন। ফলশ্রুতিতে ক্যারিয়ারের সেরা র‌্যাঙ্কিং শীর্ষ ১৫তে উঠে আসেন। দ্বৈতে বেশ কয়েকটি দারুণ জয় তুলে নেন। রিও অলিম্পিকের দ্বৈতে স্বর্ণপদক জিতে আরও উজ্জীবিত হয়ে ওঠেন। সেটার ফলাফল হিসেবে এবার বিএনপি পারিবাস ওপেনের ফাইনালেও উঠে গেলেন। প্রতিপক্ষ মাদেনোভিচ বর্তমান সময়ে দারুণ ফর্মে আছেন। কিন্তু তাকেই সরাসরি ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন ভেসনিনা। জয়ের পর দারুণ খুশি হয়ে এ তারকা বলেন, ‘স্নায়ুচাপ ধরে রাখা সহজ নয়। কিন্তু যেভাবে এটাকে সামলাতে পেরেছি, তাতে করে আমি সত্যিই সন্তুষ্ট। আমি ফাইনাল নিয়ে ভাবিনি, যে লড়াইটা হচ্ছিল সেদিকেই কেন্দ্রীভূত রাখতে পেরেছি মনোযোগ। আমি প্রতিটি ম্যাচের প্রতিটি শটের ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করি।’
×