ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ছ বি র গ ল্প

প্রকাশিত: ০৬:৪৯, ১৭ মার্চ ২০১৭

ছ বি র  গ ল্প

ওয়াইফাই প্রযুক্তিযুক্ত শার্ট সাইকেল চালানোর সময় পকেটে থাকা স্মার্টফোন স্পর্শ না করেই নিয়ন্ত্রণের সুযোগ দেবে লেভিসের তৈরি কমিউটার ট্র্যাকার শার্ট। গুগলের প্রযুক্তিনির্ভর স্মার্ট শার্টটিতে রয়েছে ওয়াইফাই প্রযুক্তিনির্ভর বিশেষ ধরনের টাচপ্যাড। ফলে নির্দিষ্ট স্থান স্পর্শ করেই স্মার্টফোনে আসা কল গ্রহণ বা কাটার পাশাপাশি গানের শব্দও নিয়ন্ত্রণ করা যায়। দাম ৩৫০ ডলার। সূত্র : ডেইলি মেইল স্মার্ট রিং মনের ভুলে মানিব্যাগ বা ক্রেডিট কার্ড ঘরে ফেলে এলেও ক্ষতি নেই। আঙ্গুলে থাকা ‘কার্ভ’ রিং কাজে লাগিয়ে ঠিকই পরিশোধ করা যাবে অর্থ। মাস্টার কার্ডের পেমেন্ট নেটওয়ার্ক কাজে লাগিয়ে সরাসরি অর্থ পরিশোধ করতে পারে স্মার্ট রিংটি। নেয়ার ফিল্ড কমিউনিকেশন প্রযুক্তিনির্ভর ডিভাইসের সামনে রিংটি রাখলেই ব্যবহারকারীদের এ্যাকাউন্ট থেকে টাকা পরিশোধ হয়ে যায়।
×