ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২০২১ সাল পর্যন্ত ন্যুক্যাম্পে রাকিটিচ

প্রকাশিত: ০৬:১৯, ১১ মার্চ ২০১৭

২০২১ সাল পর্যন্ত ন্যুক্যাম্পে রাকিটিচ

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনার সঙ্গে আরও চার বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ালেন ইভান রাকিটিচ। এর ফলে ২০২১ সাল পর্যন্ত ন্যুক্যাম্পেই থাকছেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার। শুক্রবার নিজস্ব ওয়েবসাইটে রাকিটিচের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে স্পেনের জায়ান্ট ক্লাবটি। ২০১৪ সালে সেভিয়া ছেড়ে নতুন করে ঠিকানা গড়েছিলেন বার্সিলোনায়। এরপর আর পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি তাকে। এই সময়ের মধ্যে বার্সার জার্সিতে ১৪৫ ম্যাচ খেলেছেন তিনি। বিনিময়ে গোল করেছেন ২৩টি। বর্তমান ফুটবলের সেরা ক্লাব বার্সিলোনার সঙ্গে নতুন চুক্তি করতে পেরে দারুণ সন্তুষ্ট রাকিটিচ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বার্সিলোনার মতো বিশ্বসেরা দলের সাথে আরও দীর্ঘদিন খেলতে পারব তাতেই আমি বেশ খুশি। দলের সাফল্যের জন্য নিজেকে উজাড় করে দিব। বার্সা থেকে অনেককিছু শেখার আছে আমার। সেইসঙ্গে দলকেও আরও অনেক কিছু দেয়ার আছে আমার।’ ২০০৭ সাল থেকে জাতীয় দলের হয়ে খেলছেন রাকিটিচ। দেশের হয়ে ৮২টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। গোল করেছেন ১৩টি। তবে গোলের জন্য আক্রমণভাগের খেলোয়াড়দের বল এগিয়ে দিতেই বেশ পারদর্শী রাকিটিচ। স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনায় অনেক গৌরবময় ইতিহাসের সাক্ষী পেপ গার্ডিওলা এবং দানি আলভেজ। কিন্তু এখন দু’জনই নতুন করে ঠিকানা গড়েছেন দুই ঠিকানায়। কাতালান ক্লাবটি ছেড়ে বেয়ার্ন মিউনিখ হয়ে বর্তমানে ম্যানচেস্টার সিটির কোচের ভূমিকা পালন করছেন গার্ডিওলা। আর ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের হয়ে খেলছেন ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজ। তবে প্রিয় শিষ্য দানি আলভেজকে এবার ম্যানচেস্টার সিটিতে চান গার্ডিওলা। বিভিন্ন প্রতিবেদনে উঠে আসা তথ্যে জানা যায় আগামী গ্রীষ্মেই আবারও এক হতে পারেন সাবেক গুরু-শিষ্য। আলভেজ ছাড়া রোমার রক্ষণসৈনিক এ্যান্তনিও রুদিগারকেও দলে টানার ব্যাপারে দারুণ আগ্রহী ম্যানচেস্টার সিটি। এক্ষেত্রে সিটির বাধা তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। কেননা রুদিগারকে পেতে কড়া নজর রাখছেন জোশে মরিনহোও। গত মৌসুমের শেষেই ম্যানচেস্টার সিটিতে গার্ডিওলা আর ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন মরিনহো। বর্তমান ক্লাব ফুটবলের অন্যতম সেরা এই দুই কোচ এই মুহূর্তে নিজেদের দলকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে মরিয়া। ইউনাইটেডকে মরিনহো ইতোমধ্যেই দুটি শিরোপা জিতিয়েছেন। গত বছর কমিউনিটি শিল্ড জয়ের পর সম্প্রতি লীগ কাপের শিরোপাও নিজেদের শোকেসে তুলেছেন। স্প্যানিশ কোচ গার্ডিওলা অবশ্য শিরোপার দেখা পাননি।
×